School Holiday News – বাড়ছে গ্রীষ্মকালীন ছুটি ! কি সিদ্ধান্ত রাজ্যের, জানুন বিস্তারিত।

Advertisement

School Holiday News – তীব্র দাবদাহ চলছে সারা রাজ্য জুড়ে। সকাল ৮টা-৯টার পর থেকেই তীব্র গরম শরীরে জ্বালা ধরাচ্ছে। একেবারে অসহনীয় পরিস্থিতি। প্রখর রোদের তাপে রীতিমত নাজেহাল রাজ্যবাসী। সারা রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই ঘুরছে, আরও বাড়বে তাপপ্রবাহ। বৃষ্টির ছিটেফোঁটা নেই বললেই চলে। আকাশ মেঘলা হলেও তাপমাত্রা খানিক কমলে আবার বেড়ে যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই কাঠফাটা রোদ থেকে পড়ুয়াদের স্বস্তি দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি (School Holiday News) এগিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন। পড়ুয়াদের কথা ভেবেই গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে মাসের ২ তারিখ থেকেই গরমের ছুটি (School Holiday News) মিলছে পড়ুয়াদের। সাধারণত ২৪ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু তীব্র দাবদাহের কারণে রাজ্য সরকার সেই গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে ২ মে থেকে দিয়েছেন।

আরও পড়ুন – PMMVY – এই প্রকল্পে এবার দেশের সমস্ত মহিলারা পাবেন বছরে 5000 টাকা !

Advertisement

আর মে মাস মানেই দেশজুড়ে বিভিন্ন রাজ্যের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি (School Holiday News) থাকে। এই ছুটি কাটাতে কোন পড়ুয়ারা হয়ত আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। কেউবা মা বাবার সাথে সমুদ্র বা পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়ে। ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরাও এই ছুটির আনন্দে বেশ ঘুরে বেড়ায়।ঝাড়খণ্ড, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলোতে ইতিমধ্যেই গরমের ছুটি পড়ে গিয়েছে। কোন রাজ্যের স্কুলে কত দিন ছুটি পড়েছে এক নজরে দেখে নিন।

Advertisement

School Holiday News of All States.

১) পশ্চিমবঙ্গ – পশ্চিমবঙ্গে ৪ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। তবে কবে স্কুল খুলবে, এ বিষয়ে সরকারীভাবে এখনও কোনও তথ্য জারি করা হয়নি।
২) দিল্লী – দিল্লিতে এখনও গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়নি। তবে এবার স্কুলগুলোতে মোট ৫০ দিনের গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

৩) হিমাচল প্রদেশ – হিমাচল প্রদেশ শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সেখানকার স্কুলগুলিতে মোট ৫২ দিনের জন্য গ্রীষ্মকালীন ছুটি (School Holiday News) দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ২২ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত ৩৮ দিনের বর্ষার ছুটি দেওয়া হবে।
৪) উত্তরাখণ্ড – উত্তরাখণ্ডে মোট ৪৫ দিনের জন্য গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হবে। তবে তা গত বছরের মতো ১ জুন থেকে শুরু হবে কিনা সে তথ্য এখনও কিছু জানা যায়নি।

৫) হরিয়ানা – হরিয়ানায় মাত্র ৩০ দিনের জন্য গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হবে। এই ছুটি ১ জুন থেকে শুরু হবে।
৬) উত্তর প্রদেশ – উত্তর প্রদেশের স্কুলগুলিতে ২০ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি (School Holiday News) শুরু হয়েছে এবং ১৫ জুন ২০২৩ পর্যন্ত ছুটি থাকবে। উত্তরপ্রদেশে গ্রীষ্মকালীন ছুটি ২১ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। আগে মোট ৩০ দিনের ছুটি দেওয়া হত। কিন্তু এবারের ছুটি মাত্র ২৬ দিনের।

৭) মধ্য প্রদেশ – মধ্য প্রদেশের সমস্ত স্কুলে ১ মে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। এই ছুটি ১৫ জুন পর্যন্ত থাকবে। অন্যদিকে শিক্ষকদের জন্য এই ছুটি কেবল ৯ মে পর্যন্ত ছিল।
৮) অন্ধ্র প্রদেশ – অন্ধ্র প্রদেশ সরকারও ১ মে থেকে ১১ মে পর্যন্ত স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছিল।

৯) ঝাড়খণ্ড – ঝাড়খণ্ড রাজ্যের স্কুলগুলিতে ২১ মে থেকে ১০ জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ এ বছর ঝাড়খণ্ড রাজ্যের স্কুলগুলিতে মাত্র ২৪ দিনের গ্রীষ্মকালীন দেওয়া হয়েছে।
১০) মহারাষ্ট্র – প্রখর রোদের তাপের কারনে মহারাষ্ট্র সরকার ২১ এপ্রিল স্কুলগুলি বন্ধ করে দিয়েছিল। স্কুল শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বিদর্ভ স্কুলগুলি ছাড়া বাকি স্কুলগুলি ১৫ জুন থেকে এবং বিদর্ভের স্কুলগুলি ৩০ জুন থেকে আবার চালু হবে।

১১) ওড়িশা – ওড়িশায় ৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত স্কুলগুলিতে ছুটি থাকবে।
১২) তামিলনাডু – তামিলনাড়ু স্টেট বোর্ডের অধীনের স্কুলগুলিতে ২৯ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন ছুটি (School Holiday News) শুরু হয়েছে। যার মধ্যে ১ম থেকে ৫ম শ্রেণীর ছাত্রদের জন্য ৫ জুন থেকে স্কুল আবার খোলা হবে। আর ৬মে থেকে ১২তম ক্লাসের পড়ুয়াদের জন্য আবার ১ জুন থেকে স্কুল শুরু হবে।
১৩) কেরালা – কেরলের স্কুলগুলিতে ২ এপ্রিল থেকে মোট ৬০ দিনের গ্রীষ্মকালীন ছুটি (School Holiday News) চলছে। ছুটি শেষ হওয়ার পরে ১ জুন থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।
১৪) কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন – ভারতের কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে ৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি (School Holiday News) চলবে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। তাই সমস্ত মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের চড়া রোদের সময় বাইরে না বেরোনো উচিত বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে শরীরকে ঠান্ডা রাখা যথেষ্ট প্রয়োজন, তাই নিয়মিত জল খেতে হবে।

আরও পড়ুন – DA Awareness – ছয় মাসের বকেয়া ডিএয়ে ঘোষণা করল এই রাজ্যে।

Advertisement