WB Summer Vacation – জুনের শুরুতে নয়! গরমের ছুটি কাটিয়ে স্কুল খুলছে কবে? প্রকাশ্যে এল নতুন আপডেট

WB Summer Vacation – গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে নাকাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গের। ফলত বাধ্য হয়েই আগেভাগে বন্ধ করা হয় স্কুল, কলেজগুলি। এপ্রিল জুড়ে মারাত্মক গরমে চারিদিকে মরুভূমির দশা নজরে পড়ে। স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তড়িঘড়ি গরমের ছুটি দিয়ে দেয় রাজ্য সরকার। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, স্কুলের পাশাপাশি বন্ধ হয় কলেজ। বেশ কিছু জায়গায় অনলাইনে পড়াশোনাও শুরু হয়েছে ইতোমধ্যে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দার্জিলিং ও কালিম্পং বাদে গোটা পশ্চিমবঙ্গে চলছে গরমের ছুটি (WB Summer Vacation)। মে মাসের শেষপর্বে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের প্রশ্ন, গরমের ছুটি চলবে কবে অবধি? কবে স্কুল খুলবে তা নিয়ে নানা খবর ঘুরছে চারিদিকে। কিন্তু আসল তথ্যটা কী? এরই মধ্যে সামনে এসে গেল নতুন আপডেট। গত ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে। সেই ছুটি এখনো চলছে। দীর্ঘমেয়াদি ছুটি নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনাও চলছে।এপ্রিলের দাবদাহ কাটিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা স্বস্তির দিকে।

যদিও হাঁসফাঁস গরম কমেনি। অস্বস্তিকর তাপমাত্রা বজায় রয়েছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষা ইত্যাদির কথা মাথায় রেখে অনেকেই বলছিলেন জুনের শুরুতে আবহাওয়া পরিস্থিতি বিচার করে খুলে যাবে পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ। সেক্ষেত্রে ২ জুন তারিখটিকে টার্গেট করা হচ্ছিল। বলাবলি হচ্ছিল ২ জুন স্কুল কলেজ খুলবে। আবার পরক্ষণেই এমন মন্তব্য উঠে আসে, ২ জুন নয়, ৩ জুন বঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কাটিয়ে ওপেন হবে।

West Bengal School Reopen After WB Summer Vacation 2024

এদিকে, দেশ জুড়ে চলছে লোকসভা ভোট। ভোট পর্ব এখনো শেষ হয়নি। ভোটের মাঝে স্কুল খুলবে কিনা তা নিয়েও মত পার্থক্য ছিল। যদিও গরমের ছুটি কবে শেষ হচ্ছে তা নিয়ে অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত কিছু জানায়নি সরকার। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা উঠে আসছে। ২ এবং ৩ জুনের কোনো একদিনও স্কুল খোলা সম্ভব নয়। তার কারণ কেন্দ্রীয় বাহিনী। দফায় দফায় ভোট শেষ হলেও কেন্দ্রীয় বাহিনী এখনো রয়ে গিয়েছে। আগামী ৪ জুন আছে ভোট গণনা।

ভোট গণনার কারণে রাজ্যের জেলায় জেলায় থেকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী কবে ফিরে যাবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো দিনক্ষণ সামনে আসেনি। তাই শিক্ষা দপ্তর যদি জুনের শুরুতে স্কুল খোলার অনুমতি দেন, তাহলে কেন্দ্রীয় বাহিনীর কারণে রাজ্যের বেশ কিছু স্কুল ক্লাস চালু করার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। যে সংশয়ের মেঘ জমছে এখনও। রাজ্যের বিভিন্ন স্কুলের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির কারণে ক্লাস করানোয় অনিশ্চয়তা বাড়ছে।

তাহলে কবে থেকে চালু হবে পশ্চিমবঙ্গের স্কুল কলেজ? রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলির তরফে জানানো হচ্ছে, খুব সম্ভবত ৫, ৬ জুন নাগাদ কেন্দ্রীয় বাহিনী ফিরে যেতে পারে। তাই, শিক্ষা দপ্তর যদি আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে জুনের শুরুতে স্কুল চালু করার নির্দেশ দেয় তাহলে ৭, ৮ জুন থেকে স্কুল চালু হওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় থেকে পাকাপাকি ভাবে স্কুলের পড়াশোনা চালু করা যাবে। আপাতত অপেক্ষা শিক্ষা দপ্তরের অনুমতি উপর। গরমের ছুটিতে যে ক্লাসগুলি নষ্ট হয়েছে তার জন্য অতিরিক্ত ক্লাস করানো হতে পারে। তবে কি হবে সেটা নির্ভর করছে রাজ্য সরকারের অফিসিয়াল ঘোষণার উপরেই।