Blackview BL 8800: গ্লোবাল মার্কেটে Blackview দুটি শক্তিশালী রাগড় স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি Blackview BL8800 এবং Blackview BL8800 Pro নামে নতুন স্মার্টফোন এনেছে।এই স্মার্টফোন হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না।এই দুটি স্মার্টফোনই MediaTek Dimensity 700 চিপসেটের সাথে চালু করা হয়েছে।Blackview-এর রাগড স্মার্টফোনে দুর্দান্ত সব ফিচার রয়েছে।এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
BLACKVIEW BL8800 এবং Blackview BL8800 PRO এর স্পেসিফিকেশনঃ-
Blackview BL8800 এবং Blackview BL8800 Pro এই দুটি স্মার্টফোনে 6.58 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজোলিউশন 1080 x 2408 পিক্সেল রয়েছে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস দেওয়া হয়েছে 480 নিটস। Blackview BL8800 সিরিজের দুটি স্মার্টফোনই MediaTek Dimensity 700 প্রসেসারের সাথে চালু করা হয়েছে।
Blackview এই দুটি স্মার্টফোনই 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।দুটি রাগড স্মার্টফোনই এসেছে IP68, IP69K, এবং মিলিটারি স্ট্যান্ডার্ড MIL-STD-810 রেটিং সহ। যা এটিকে শক্তিশালী করে তোলে। দুটি স্মার্টফোনেই 8,280mAh স্টিলের ব্যাটারি রয়েছে। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই দুটি স্মার্টফোনেই ব্যবহার করা হয়েছে থ্রিডি কপার পাইপ লিকুইড কুলিং প্রযুক্তি।
এই Blackview BL8800 স্মার্টফোনে নাইট ভিশন ক্যামেরা দেওয়া হয়েছে।এছাড়াও Blackview BL8800 Pro স্মার্টফোনে FLIR থার্মাল ইমেজিং ক্যামেরা সাপোর্ট করে। এর সাথে Blackview BL8800 সিরিজের স্মার্টফোন দুটিই Android 11 OS-এর উপর ভিত্তি করে Doke OS 3.0 UI-তে চলে। কনকুইস্ট ব্ল্যাক, মেচা অরেঞ্জ এবং নেভি গ্রিন কালার অপশনে চালু করা হয়েছে এই স্মার্টফোন দুটি।
BLACKVIEW BL8800 এবং Blackview BL8800 PRO স্মার্টফোনের দামঃ-
এই Blackview BL8800 এবং BlackviewBL8800 Pro স্মার্টফোনের দাম সম্পর্কে কথা বললে Blackview BL800 স্মার্টফোনটির দাম 350 ডলার এবং Blackview BL8800 Pro স্মার্টফোনটির দাম 430 ডলার।