Saturday, October 26, 2024
HomeEconomyফ্রি-র দিন শেষ! এবার থেকে UPI Payment করলে দিতে হবে অতিরিক্ত টাকা

ফ্রি-র দিন শেষ! এবার থেকে UPI Payment করলে দিতে হবে অতিরিক্ত টাকা

বর্তমানে ডিজিলাইজেশনের যুগ চলছে। এই ডিজিটাল যুগে আর্থিক লেনদেন থেকে শুরু করে কেনাকাটা সব কিছুই ডিজিটাল নির্ভর হয়ে উঠেছে। এখন কোন কিছু কেনাকাটা করার জন্য আর বাজারে যেতে হয় না, ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে কেনাকাটা করা যায়। বাইরে বেরিয়ে শপিং করা ক্রমশ কমেই যাচ্ছে, কারন বাড়িতে বসেই স্মার্টফোনে সব কিছু অর্ডার করা যাচ্ছে,তাহলে আর কষ্ট করে কেউ বাজারে যাবে কেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

ঘরে বসেই অনলাইন পেমেন্টের মাধ্যমে জিনিস হাতে চলে আসছে। পকেটে টাকা নিয়ে ঘোরার দিন এখন অতীত।কারন বাজার থেকে যে কোন জিনিস কিনতে হলে সবাই ইউপিআই-এর মাধ্যমেই এখন টাকা মেটাতে পছন্দ করেন। ইউপিআই, ফোনপে, পেটিএম সহ একাধিক মাধ্যমে এখন সকলেই পেমেন্ট করেন। আর বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি হল ইউপিআই।

মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই ইউপিআই-এর মাধ্যমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। আর সময়ও বেশি লাগে না। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ আজকাল ডিজিটাল পেমেন্ট করতেই অভ্যস্ত হয়ে পড়েছেন। লেনদেনের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত মাধ্যম এখন UPI.

আপনিও কি পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইউপিআই অ্যাপ ব্যবহার করেন? তাহলে এখন UPI পেমেন্টের ক্ষেত্রে আপনার পকেট থেকে বাড়তি টাকা খসতে চলেছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বদল আসতে চলেছে। এখন থেকে UPI মাধ্যমে লেনদেন আর বিনামূল্যে করা যাবে না। অর্থাৎ ব্যবহারকারীকে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত খরচ করতে হবে।

১লা এপ্রিল ২০২৩ থেকে ইউপিআই (UPI)- এর নিয়মে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনিপিসিআই (NPCI) একটি ইন্টারচেঞ্জ (Interchange Fee) ফি নেওয়ার প্রস্তাব দিয়েছে।

এই ইন্টারচেঞ্জ ফি কী?
টাকা ট্রানজাকশনের প্রসেসিংয়ের ক্ষেত্রে একটি ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে এই ইন্টারচেঞ্জ ফি চার্জ করতে পারে। এক্ষেত্রে যিনি টাকা পাচ্ছেন তিনি প্রদানকারীর ব্যাঙ্কে ওই ফি অর্থাৎ টাকা দেবেন।

কত টাকা ইন্টারচেঞ্জ ফি দিতে হবে?
যদি ২০০০ টাকার বেশি ইউপিআই ট্রানজাকশন হয় এবং তা বিভিন্ন প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টের (PPIs) মাধ্যমে হয়, তাহলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ‘ফি’- এর পরিমাণ রিভিউ করা হবে। নতুন নিয়ম চালু হলে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের আয় কিছুটা হলেও বৃদ্ধি পাবে।

ইউপিআই- এর নতুন নিয়মে কী কী বলা হয়েছে?
১) যদি ডিজিটাল ওয়ালেট যেমন- পেটিএম- এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা হয়, তাহলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। তবে সেক্ষেত্রে পেমেন্ট ২০০০ টাকা বা তার বেশি হতে পাবে।
২) তবে ২০০০ টাকার কমে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা হলে সেক্ষেত্রে নতুন নিয়ম গ্রাহ্য হবে না।

৩) মার্চেন্ট বা ব্যবসায়ীর তরফে এই ‘ফি’ প্রযোজ্য হবে। মার্চেন্ট বা ব্যবসায়ী যাঁর থেকে টাকা পেয়েছেন তাঁকেই এই ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ী ভোক্তাকে টাকা দেবেন নাকি দেবেন না সেটা বেছে নিতে পারেন।
৪) প্রতিদিন যে ইউপিআই ট্রানজাকশন হয়, অর্থাৎ ব্যক্তিগত স্তরে যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেটা ফ্রিতেই হবে। আলাদা করে কোনও টাকা দেওয়ার প্রয়োজনীয়তা নেই।

অর্থাৎ এবার থেকে ফ্রি-র দিন শেষ ! ১ লা এপ্রিল থেকে upi payment করলে দিতে হবে বাড়তি টাকা। আর এই বাড়তি টাকা UPI ব্যবহারকারীদের পকেট থেকে খসতে চলেছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন
Prabir Biswas
Prabir Biswashttp://sakalerbarta.com
আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments