WB Primary TET – বেশ কিছুদিন আগেই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের তরফে প্রাইমারি টেট ২০১৬ সালের ইন্টারভিউ কারীদের জন্য এক বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে বলা হয়েছিল তেইশে মে এর আগে অব্দি এই ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা যাবেনা, এবং এই সমস্ত শিক্ষক কে নিয়ম মত বিদ্যালয়ে গিয়ে কাজ করতে হবে। এবং তারা এই সময়কালে প্যারা টিচারের গ্রেডে মাইনে পাবেন। এর সাথে সাথে ২০১৪ সালের টেট (WB Primary TET) পরীক্ষার্থীদের যারা ২০১৬ সালে তাদের আবার প্যানেল তৈরি করে ইন্টারভিউ নেওয়া নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট।
২০১৪ সালের টেট (WB Primary TET 2014) পরীক্ষাথীদের আবার আবার ইন্টারভিউ নেওয়ার কথাকে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল করে জানানো হয়েছে, ইন্টারভিউ নিয়ে যেকোনো নির্দেশ দেওয়ার আগে যেন পর্ষদের কথা শোনা হয়। এই আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে জানায়। এই ঘটনা হবার পর আবারও সকল চাকরিপ্রার্থীদের মূল নতুন প্রশ্ন উঠে আছে যে আদৌ তাদেরকে নতুন করে ইন্টারভিউ (WB Primary TET) নেয়া হবে নাকি হবে না ?
আরও পড়ুন – Jio Recharge Plans – Jio-র একটা রিচার্জে পরিবারের সকলে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
কিন্তু এই নিয়ে এখনও খোলসা করে কিছু বলেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু কোর্টের তরফে ইন্টারভিউয়ের নির্দেশকে বাতিল করা হয়নি সেওতু এই ইন্টারভিউ আবার নিতেই হবে ,তারা এই ইন্টারভিউ নিতে বাধ্য। পর্ষদের সুপ্রিম কোর্টে আবেদন জানানো দেখে অনেকেই মনে করছেন যে পর্ষদের ভেতরে এ নিয়ে জোর কদমে তোড়জোড় শুরু হয়েছে।
এই প্রাইমারি টেটের (WB Primary TET) এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পরীক্ষার্থীর ইন্টারভিউ কবে নেয়া হবে তা নিয়ে এখনো অব্দি কিছু জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন খুব শীঘ্রই এ নিয়ে নোটিশ জারি করবে তারা। কিন্তু আবার এটিও দেখার বিষয় ডিভিশন বেঞ্চের তরফে নতুন করে কি সিদ্ধান্ত নেয়া হয়।
২০১৪ সালে যে টেট (WB Primary TET) পরীক্ষা নেওয়া হয় সেই টেট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ২০১৬ সালে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়, ৪২ হাজার ৫০০ জনকে। কিন্তু জানা যায় সেই নিয়োগের মধ্যে ছিল বিরাট গরমিল তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ আবারো লিস্ট বের করতে নির্দেশ দেন এবং সেই নির্দেশ মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবার জেলাভিত্তিক কাট অফ মার্কস এর লিস্ট (WB Primary TET) প্রকাশ করায় নির্দেশ দেন এবং সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ লিস্ট প্রকাশ করে।
আরও পড়ুন – Primary TET – মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস না করেই পেয়ে গেছেন প্রাথমিক শিক্ষক এর চাকরি।