WB School Holiday List of April – স্কুলছুটির কথা শুনলেই বেজায় খুশি হয়ে ওঠেন স্কুল পড়ুয়ারা। বছরের শুরু থেকেই পর পর ছুটি পেয়ে চলেছেন তারা। প্রায় প্রত্যেক মাসেই কোন না কোন উৎসব থাকায় স্কুল ছুটি থাকছে রাজ্যে। বছরের শুরুতে যে একাডেমিক ছুটির ক্যালেন্ডার প্রকাশিত হয় মূলত সেই ক্যালেন্ডার ধরে সারা বছর ছুটি চলে রাজ্যের স্কুলগুলিতে। অন্যান্য মাসের মত এপ্রিল মাসেও বেশ কিছু ছুটি রয়েছে। চলতি মাসে কোন কোন দিন বন্ধ থাকবে স্কুল? আসুন এক নজরে দেখে নেওয়া যাক।
চলতি এপ্রিল মাসেও রয়েছে একাধিক উৎসব। নববর্ষ থেকে ঈদ-উল-ফিতর। এছাড়াও রামনবমী, মহাবীর জয়ন্তী সহ বেশ কিছু উৎসব ও পরব থাকায় ছুটি ঘোষণা হয়েছে রাজ্যে। এই দিনগুলি তেও বন্ধ থাকবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। এপ্রিল মাসে প্রায় সাত থেকে আট দিন ছুটি পাবেন স্কুল পড়ুয়ারা। চলুন ছুটির দিনগুলি ও তারিখ মিলিয়ে নেওয়া যাক।
এপ্রিল মাসে কোন কোন দিন স্কুল ছুটি (WB School Holiday) ?
- এপ্রিল মাসের ৯ তারিখে রয়েছে চৈত্র সুখলদি/উগাদি/গুড়ি পাদওয়া উৎসব।
- এপ্রিলের ১১ তারিখে রয়েছে ঈদ-উল ফিতর,
- এপ্রিলের ১৩ তারিখ বৈশাখী রবিবার,
- তার ঠিক পরের দিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ও আম্বেদকর জয়ন্তী।
- আগামী ১৭ এপ্রিল রয়েছে রামনবমী উৎসব।
- এরপর ২১ এপ্রিল রয়েছে মহাবীর জয়ন্তী।
এই দিনগুলি ছাড়াও লোকসভা নির্বাচনের কারণে ছুটি চলবে রাজ্যে। ফলে ক্যালেন্ডারে উল্লেখিত দিন বাদে অতিরিক্ত ছুটি (School Holiday) পাবেন পড়ুয়ারা। সরকারের তরফে জানানো হয়েছে, লোকসভা ভোটের কারণে যে তারিখে যে এলাকায় নির্বাচন হবে, সেই তারিখগুলিতে সেই এলাকাগুলির সমস্ত স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস বন্ধ থাকবে। ফলে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত দিন ছাড়াও লোকসভা ভোটের কারণে রাজ্য জুড়ে ছুটি চলবে। আপনার এলাকায় যেদিন নির্বাচন, সেই দিন ছুটি পাবেন।
অন্যদিকে পারদের মাত্রাতিরিক্ত ঊর্ধ্বমুখীতা গরমের ছুটি (summer Holiday) এগিয়ে আসার আভাস দিচ্ছে। জানা যাচ্ছে, যদি গরম এভাবেই বাড়তে থাকে তাহলে এপ্রিলের শেষের দিকে গরমের ছুটি পড়ে যেতে পারে। গত বছর রাজ্য সরকার একটানা গরমের ছুটি দিয়েছিল স্কুল পড়ুয়াদের। এবছরেও তেমনটা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তাপ প্রবাহের সর্তকতা জারি করেছে। রাজ্য সরকার বিবেচনা করছে যাতে যত দ্রুত সম্ভব স্কুল পড়ুয়াদের জন্য গরমের ছুটির ঘোষণা করা যায়।