Primary TET 2023 – শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রাইমারি টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) আগের বছর ২০২২ সালের ১১ই ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। আর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, ২০২৩ সালের ১০ই ডিসেম্বর প্রাইমারি টেট (Primary TET 2023) পরীক্ষা নেওয়া হবে। তবে এবার কি নিয়মে পরীক্ষা হবে চলুন জেনে নেওয়া যাক।
বুধবারেই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি পর্ষদের ওয়েবসাইটে জারি করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর থেকে আবেদনকারীরা সন্ধ্যা ৭র পর থেকে পর্ষদের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষাকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বহু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই নির্বিঘ্নে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তারপরে যথারীতি রেজাল্ট প্রকাশ করা হয়।
আরও পড়ুন – Primary Teachers – প্রাইমারি শিক্ষকদের চাকরি নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার! বিস্তারিত জেনে নিন।
প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হলে কি চাকরি পাবে?
তবে প্রাইমারি টেট (Primary TET) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই চাকরিতে নিয়োগ পাওয়া নয়। এই কথাটি আরও একবার মনে করিয়ে দিয়েছেন প্রাইমারি শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। পর্ষদের তরফে জানানো হয়েছে, এবারের পরীক্ষায় আগের বছরের মত একই নিয়ম বজায় থাকবে। এবারও ২০২৩ সালের ১০ই ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা যাতে দুর্নীতি মুক্ত এবং স্বচ্ছভাবে, নির্বিঘ্নে করা যায়, সেই লক্ষ্যে পর্ষদের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক Primary TET 2023 পরীক্ষার নতুন নিয়মাবলী।
আরও পড়ুন – Post Office Investment – পোষ্ট অফিসের এই 3 টি নতুন স্কিম, মিলবে অল্প সময়ে বেশি পরিমাণে রিটার্ন।
Primary TET 2023 পরীক্ষার নতুন নিয়মাবলী।
পরীক্ষার্থীদের OMR শিটের একটি কপি দেওয়া হবে এবং আরেকটি কপি থাকবে পর্ষদের কাছে। তবে এর আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছিল। কোথাও কোনো সমস্যা সেই অর্থে দেখা যায়নি। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৩ সন্ধ্যা ৭টার পর থেকে আবেদনকারীরা পর্ষদের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
এই আবেদন প্রক্রিয়া চলবে ৪ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত। তবে এবার বিএড প্রশিক্ষিতরা (BEd Candidate Not Eligible) প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিত আবেদনকারীরাই প্রাইমারি টেট পরীক্ষায় (Primary TET 2023) বসতে পারবেন। ১৪ ই সেপ্টেম্বর ২০২৩ থেকে চালু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত। প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই ২০২৩ সালের প্রাইমারি টেট পরীক্ষার (Primary TET 2023) দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন – September Deadline – সেপ্টেম্বর মাসে ৫ টি গুরুত্বপূর্ণ কাজ না করলে চড়া মাশুল গুনতে হবে!