Summer Vacation – বৈশাখের শুরুতেই গরমের তীব্র হাসফাঁস, তাপমাত্রার পারদ চড়ছে দিন প্রতিদিন। তার সাথে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াচ্ছে লোকসভা নির্বাচনও। কাঠফাটা রোদ্দুরে তবু ভোট প্রার্থীরা মিটিং মিছিলে ব্যস্ত। সব মিলিয়ে রাজ্যের আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত। ভোট পর্বের উত্তাপ আদৌ কবে কমবে জানা নেই কিন্তু গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে পারে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। ছাত্র জীবনের এক মোক্ষম প্রাপ্তি, যে ছুটির জন্য অধীর আগ্রহে বসে থাকে সমস্ত স্কুল পড়ুয়ায় (Summer Vacation 2024) গ্রীষ্মের ছুটি।
এক সময় এই গরমের ছুটি পড়ার অপেক্ষায় থাকতো ছাত্র-ছাত্রীরা। গরমের ছুটি মানেই হুল্লোড় আর মজা এবং তার সাথে টিভির পর্দায় ছুটি ছুটি দেখা তো থাকতই। যদিও আজকালকার জেনারেশন এসবের প্রতি মোটেও আকৃষ্ট নয়।এখনকার স্কুল পড়ুয়ারা আসক্ত মোবাইল ফোনে, কম্পিউটার মোবাইলে গেম খেলা। জেনে নেওয়া যাক এবছরের গ্রীষ্মের ছুটি সম্পর্কে কি জানানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
Summer Vacation নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি
অত্যধিক মাত্রায় গরম থাকায় ছাত্রছাত্রীরা স্কুল যাতায়াতে নাজেহাল হয়ে পড়ছে, অনেকেই আবার অসুস্থ হয়ে পড়ছেন বাইরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, সে কথা মাথায় রেখে আগামী ৬ই মে থেকে রাজ্য সরকার স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ঘোষণার কথা ভাবছে ছুটি থাকবে আগামী ২রা জুন পর্যন্ত । এরই মাঝে অবশ্য ভোট পর্ব শুরু হয়ে যাবে, আগামী ১৯ শে এপ্রিল থেকেই, ইতিমধ্যেই বেশ কিছু কলেজ এবং স্কুলকে ভোট কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়েছে সে কারণে স্কুল কলেজগুলি ছুটি থাকার সম্ভাবনাই বেশি।
রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩রা জুন অর্থাৎ সোমবার থেকে স্কুলগুলি যথারীতি আবার পুনরায় খুলবে কিন্তু তারপর দিন অর্থাৎ ৪ঠা জুন রয়েছে ভোটের রেজাল্ট সেহেতু ৪ঠা জুন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা সে বিষয়ে এখন কোন সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়নি, তা নিয়ে একটি আশঙ্কা থেকেই গিয়েছে। আপাতত তা সময়ই বলবে কিন্তু ইতিমধ্যেই যে হারে প্রবল দাবদাহ চলছে গোটা রাজ্য জুড়ে তাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং বেশি করে ফল এবং জল খান। অযথা বাড়ির বাইরে বেরিয়ে শরীরকে অস্থির করে তুলতে নিষেধ করা হচ্ছে, কিছু সাবধানতা অবলম্বন করলে খুব সহজেই আমরা এই তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
আরও পড়ুন – Bangla Pokkho – আবারো চাকরি বাতিলের পথে ৫৫০১ জনের! বিস্তারিত পড়ুন