WBPSC Food SI Practice Set – রাজ্যে ৪৮০টি শুন্য পদে খাদ্য ও সরবরাহ দপ্তরে ফুড সাব-ইন্সপেক্টর এ নিয়োগ (WBPSC Food SI Recruitment) হবে বলে গত বছর বিজ্ঞপ্তি জারি করেছিল পাবলিক সার্ভিস কমিশন। যেখানে ইতিমধ্যে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী আবেদন করেছেন। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদন। ফুট সাব ইন্সপেক্টর পরীক্ষার এডমিট কার্ড নিয়ে খবর জানিয়েছে ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশন। আর তা নিয়ে পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে প্রত্যেক পরীক্ষার্থীর।
আর প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য এবার আমরা এনেছি লাস্ট মিনিট সাজেশন (WBPSC Food SI Practice Set Last Minute Suggestion 2024) ফুড এস আই পরীক্ষার জন্য। আপনি যদি এই পরীক্ষার প্রস্তুতি করে থাকেন তাহলে এই প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 01) গুলি আপনার কাজে লাগতে পারে। কারণ এই প্র্যাকটিস সেটগুলো মূলত আমরা বিগত বছরের প্রশ্ন থেকে সংগ্রহ করা তাই অবশ্যই একবার চোখ বুলিয়ে নিতে পারেন এই প্র্যাক্টিস সেট গুলি থেকে। তো চলুন পড়ে নিন বেশ কিছু প্র্যাকটিস সেট এর প্রশ্ন ও উত্তর যে প্রশ্ন গুলি আগামী ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় (WBPSC Food SI Exam) আসতে পারে।
WBPSC Food SI Practice Set 01 ১০ টি সেরা প্রশ্ন ও উত্তর
01) বিশ্বজুড়ে মহিলা ফুটবল প্রচারের জন্য নতুন পুরস্কার ক্যাটাগরি তৈরি করল নিচের কোন সংস্থা?
[A] Asian Football Confederation
[B] UEFA
[C] SAAF
[D] FIFA
Answer – FIFA
02) German Cup 2019 জিতল কোন দল?
[A] Bayern Munich
[B] Hamburger SV
[C] Hertha BSC
[D] RB Leipzig
Answer – Bayern Munich
03) FIFA Women’s World Cup কোন দেশ জিতল?
[A] ব্রাজিল
[B] USA
[C] ফ্রান্স
[D] রাশিয়া
Answer – USA
04) ISSF (International shooting sports Federation) World Cup 2019 কোন দেশে অনুষ্ঠিত হবে?
[A] অস্ট্রেলিয়া
[B] ভারত
[C] আমেরিকা
[D] ইজরায়েল
Answer – ভারত
05) ‘Agriculture Shot’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
[A] হকি
[B] পোলো
[C] ক্রিকেট
[D] গলফ
Answer – ক্রিকেট
6) ISSF World Cup 2019 এর যশশ্বিনী সিং দেশওয়াল কি মেডেল পেল?
[A] ব্রোঞ্জ
[B] সোনা
[C] রুপো
[D] কোনোটিই নয়
Answer – রুপো
7) সুলতান আজলান সাহু হকি কাপ কোন খেলার সাথে যুক্ত?
[A] হকি
[B] টেবিল টেনিস
[C] গলফ
[D] ব্যাডমিন্টন
Answer – হকি
8) যোগ দর্শনের ব্যাখ্যাকারী কে?
[A] শংকরাচার্য
[B] সিদ্ধার্থ
[C] পতঞ্জলি
[D] পরমানন্দ
Answer – পতঞ্জলি
9) প্রথম ভারতীয় হিসেবে কে ৩৫০ টি ODI ম্যাচ খেলার রেকর্ড করেছিল?
[A] সৌরভ গাঙ্গুলী
[B] কপিল দেব
[C] শচীন টেন্ডুলকর
[D] রাহুল দ্রাবির
Answer – শচীন টেন্ডুলকর
10) Sudirman Cup 2019 কোন দল জিতল?
[A] রাশিয়া
[B] ব্রাজিল
[C] চায়না
[D] জাপান
Answer – চায়না
WBPSC Food SI Practice Set আরও পেতে আমাদের ওয়েবসাইটে ফলো করুন।