Home » নিউজ » Justice Abhijit Ganguly – সুপ্রিম কোর্টের নির্দেশ মত এই মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Justice Abhijit Ganguly – সুপ্রিম কোর্টের নির্দেশ মত এই মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Justice Abhijit Ganguly – স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়োগ দুর্নীতি মামলা কথা শুনলেই আমাদের মাথায় আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) কথা। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলা থেকে আপাতত এর জন্য সরে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি অভিজিৎ বাবু স্পষ্ট এ কথা জানিয়ে দিয়েছেন এসএসসির মামলায় তিনি আরযুক্ত না থাকলেও প্রাথমিক নিয়ম সংক্রান্ত মামলায় সমস্ত শুনানি কিন্তু তার কাছেই থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগামী 29 শে নভেম্বর প্রাথমিক মামলা শুনানি হবে বলেও জানিয়েছেন তিনি। এসএসসির গ্রুপ ডির নিয়োগ দুর্নীতি মামলায় 2021 সালের নভেম্বর মাসে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। কিন্তু দেশের সবথেকে বড় কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মত এই মামলা আর শুনতে পারবেন না তিনি। এর পাশাপাশি সাবিনা ইয়াসমিনের নামের চাকরিপ্রার্থী দায়ের করা নিয়ন্ত্রণ নীতির মামলায় তিনি সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিলেন সেই মামলাও আর তার কাছে রইল না।

SSC -এর সব মামলা ছেড়ে দিলেন Justice Abhijit Ganguly.

আরও পড়ুন – WBBPE – D.El.Ed এ ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। Download PDF Official Notification.

এছাড়া নবম দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতির মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) তাও শিষ্যদাতা নিজ দেশে চলে গেল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত এসএসসি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলায় বহু শিক্ষক ও শিক্ষক কর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাতেই গত নয় নভেম্বর তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির তদন্তের ডেট লাইন বেঁধে দেয়।

আরও পড়ুন – PM Scholarship Scheme – বিরাট সুখবর! পড়ুয়ারা পাবে প্রতি মাসে ৩০০০ টাকা করে, দেবে কেন্দ্রীয় সরকার।

আগামী দু মাসের মধ্যে তদন্তকারী সংস্থাগুলিকে শীর্ষ আদালতের রিপোর্ট জমা দিতে হবে। সেই নির্দেশ মতোই বিচারপতি দেবাংশ বসা এবং বিচারপতি সাব্বাত রশিদকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। জানা যাচ্ছে এবার থেকে এই নতুন বেঞ্চি নিয়ন্ত্রণ নীতি মামলা সমস্ত কিছু দেখবে। এমনকি ও এমার সিট সংক্রান্ত সব মামলা বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের কাছেই যাবে।

WBBPE TET

তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় থেকে এই সমস্ত মামলাগুলি সরিয়ে নেওয়ায় বেশ খেপে রয়েছেন অনেকেই। তারা মনে করছেন দুর্নীতির কথা মাথায় রেখেই বিচারপতি গঙ্গোপাধ্যায় কে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে কিছু বলেননি নিজের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

আরও পড়ুন – B.Ed. colleges cancel list – ৬২৪ টি বিএড কলেজের মধ্যে ২৫৩ টি বিএড কলেজ বাতিল করা হলো। 253 B.Ed. College Cancel List.

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.