Justice Abhijit Ganguly – স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়োগ দুর্নীতি মামলা কথা শুনলেই আমাদের মাথায় আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) কথা। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলা থেকে আপাতত এর জন্য সরে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি অভিজিৎ বাবু স্পষ্ট এ কথা জানিয়ে দিয়েছেন এসএসসির মামলায় তিনি আরযুক্ত না থাকলেও প্রাথমিক নিয়ম সংক্রান্ত মামলায় সমস্ত শুনানি কিন্তু তার কাছেই থাকবে।
আগামী 29 শে নভেম্বর প্রাথমিক মামলা শুনানি হবে বলেও জানিয়েছেন তিনি। এসএসসির গ্রুপ ডির নিয়োগ দুর্নীতি মামলায় 2021 সালের নভেম্বর মাসে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। কিন্তু দেশের সবথেকে বড় কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মত এই মামলা আর শুনতে পারবেন না তিনি। এর পাশাপাশি সাবিনা ইয়াসমিনের নামের চাকরিপ্রার্থী দায়ের করা নিয়ন্ত্রণ নীতির মামলায় তিনি সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিলেন সেই মামলাও আর তার কাছে রইল না।
SSC -এর সব মামলা ছেড়ে দিলেন Justice Abhijit Ganguly.
এছাড়া নবম দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতির মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) তাও শিষ্যদাতা নিজ দেশে চলে গেল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত এসএসসি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলায় বহু শিক্ষক ও শিক্ষক কর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাতেই গত নয় নভেম্বর তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির তদন্তের ডেট লাইন বেঁধে দেয়।
আরও পড়ুন – PM Scholarship Scheme – বিরাট সুখবর! পড়ুয়ারা পাবে প্রতি মাসে ৩০০০ টাকা করে, দেবে কেন্দ্রীয় সরকার।
আগামী দু মাসের মধ্যে তদন্তকারী সংস্থাগুলিকে শীর্ষ আদালতের রিপোর্ট জমা দিতে হবে। সেই নির্দেশ মতোই বিচারপতি দেবাংশ বসা এবং বিচারপতি সাব্বাত রশিদকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। জানা যাচ্ছে এবার থেকে এই নতুন বেঞ্চি নিয়ন্ত্রণ নীতি মামলা সমস্ত কিছু দেখবে। এমনকি ও এমার সিট সংক্রান্ত সব মামলা বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের কাছেই যাবে।
তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় থেকে এই সমস্ত মামলাগুলি সরিয়ে নেওয়ায় বেশ খেপে রয়েছেন অনেকেই। তারা মনে করছেন দুর্নীতির কথা মাথায় রেখেই বিচারপতি গঙ্গোপাধ্যায় কে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে কিছু বলেননি নিজের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।