UCO Bank Jobs – UCO ব্যাংকে অসংখ্য শুন্যপদে কর্মী নিয়োগ, অফলাইনে আবেদন করুন।

Advertisement

UCO Bank Jobs – বাম্পার সুযোগ! বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর রয়েছে। UCO ব্যাংকে অসংখ্য শুন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইউকো ব্যাংকের তরফে ইতিমধ্যেই এই নিয়োগ সমন্ধে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। HO/HRM/RECR/2023-24/COM-42 And HO/HRM/RECR/2023-24/COM-43 বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বিভিন্ন ধরনের পদে কর্মী (UCO Bank Jobs) নেওয়া হবে। আপনি যদি একজন বেকার চাকরি প্রার্থী হন এবং দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। কারন এটি আপনার জন্য একটি বড়ো সুযোগ হতে পারে। বিস্তারিত বিবরণ জেনে নিন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UCO Bank Jobs vacancy 2023-24

নিয়োগকারী সংস্থাইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCO Bank)
পদের নামMMGS-II সহ বিভিন্ন পদে
মোট শূন্যপদ১৪২ টি
(কোন পদে কত শূন্যপদ জানতে বিজ্ঞপ্তি দেখুন)
শিক্ষাগত যোগ্যতাকোন পদে শিক্ষাগত যোগ্যতা কি জানতে বিজ্ঞপ্তি দেখুন
নিয়োগ বিজ্ঞপ্তি নঃHO/HRM/RECR/2023-24/COM-42 And HO/HRM/RECR/2023-24/COM-43

আরও পড়ুন – Bank Job – ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ! মোট শূন্যপদ ২৫০ টি বিস্তারিত জেনে নিন @www.bankofbaroda.in

Advertisement

UCO Bank তথা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তরফে এই নিয়োগ (UCO Bank Jobs) করা হবে HO/HRM/RECR/2023-24/COM-42 And HO/HRM/RECR/2023-24/COM-43 বিজ্ঞপ্তি অনুসারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে ও কোন পদে কত শূন্যপদ জানতে বিজ্ঞপ্তি দেখুন। বিজ্ঞপ্তিটির লিঙ্ক এই প্রতিবেদনের নিচে পেয়ে যাবেন।

Advertisement

মোট শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা

সব মিলিয়ে মোট ১৪২ টি শূন্যপদ (UCO Bank Jobs vacancy) রয়েছে, কোন পদে কত শূন্যপদ জানতে বিজ্ঞপ্তি দেখুন। আবেদনকারীরা যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করতে হবে। তবে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি সেটা জানতে হলে বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনকারীর বয়সসীমা – আবেদনকারীর ন্যূনতম ২১ বছর ও সর্বোচ্চ ৩৫ বছর বয়স হতে হবে। তবে বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুসারে।
মাসিক বেতন – এক্ষেত্রে সর্ব নিম্ন বেতন ৪৮,১৭০/- টাকা থেকে শুরু হচ্ছে আরও জানতে বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন পদ্ধতি জানুন

UCO Bank Jobs এক্ষেত্রে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতিটি হল। নির্দিষ্ট লিংক থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের এই প্রতিবেদনের নিচে পেয়ে যাবেন। এরপর নিজের যাবতীয় তথ্য যেমন- নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ভালো করে পূরণ করতে হবে।

আরও পড়ুন – IOCL Apprentice Recruitment – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ। মোট শূন্যপদ ১৬০৩ টি @www.iocl.com

অ্যাপ্লিকেশন ফর্মটিতে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে সিগনেচার করতে হবে। সবশেষে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটি সহ যাবতীয় তথ্যের জেরক্স কপি একটি খামের ভেতর ভরে তা নিচে দেওয়া ঠিকানায় পৌঁছে দিলেই আবেদন (UCO Bank Jobs) সম্পন্ন হয়ে যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

General Manager,
UCO Bank, Head Office, 4th Floor, H. R. M Department,
10, BTM Sarani, Kolkata, West Bengal – 700001,

আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক ও তারিখ

অফিশিয়াল ওয়েবসাইটwww.ucobank.com
অফিশিয়াল বিজ্ঞপ্তিPDF Notification – 1
PDF Notification – 2
Download অ্যাপ্লিকেশন ফর্মDownload
আবেদনের শেষ তারিখ২৭ ডিসেম্বর, ২০২৩
Advertisement

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.