8th Pass Job: রাজ্যের পলিটেকনিক কলেজে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কর্মী নিয়োগ। কিভাবে আবেদন জানাবেন।

8th Pass Job: রাজ্যের পলিটেকনিক কলেজে গ্রুপ ডি পদে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুখবর তথ্য। কিভাবে এই পদে আবেদন জানাবেন ? আবেদন জানানোর জন্য কি যোগ্যতার প্রয়োজন ? আবদানকারীর বয়স কত বছর হওয়া প্রয়োজন ? এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক কত টাকা বেতন দেওয়া হয় ? ইত্যাদি সমস্ত তথ্য আলোচিত হয়েছে নিচের এই প্রতিবেদনে। তাই সমস্ত তথ্য জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় Group D পদে কর্মী নিয়োগ

Advertisement No.05/2024
পদের নামগ্রুপ ডি
নিয়োগ সংস্থাআদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ
আবেদনের শেষ তারিখ২১/০৪/২০২৪

বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা

বয়সসীমাঃ এই পদের ক্ষেত্রে ০১/০১/২০২৪ তারিখ অনুসারে ইচ্ছুক আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। স্বীকৃতি কোন বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবে।

আরও পড়ুন – New Business Idea- ব্যবসা করবেন বলে ঠিক করেছেন? ১৮০ টাকা গাছ লাগিয়ে হাজার টাকা আয় করুন।

শূন্যপদ ও বেতনঃ এই গ্রুপ ডি পদে মোট ১০ টি শূন্যপদ রয়েছে। ১০ টি শূন্যপদে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন জানাতে পারবে। এই পদে নিযুক্ত প্রার্থীদের ১৭,০০০ টাকা মাসিক বেতন হিসাবে দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়াঃ এই গ্রুপ ডি পদে নিয়োগ করার আগেই প্রার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে যাচাইকরণ করা হবে। যোগ্য প্রার্থীদের যাচাইয়ের জন্য স্ক্রীনিং টেক্সট/সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।

মূলত এই 8th Pass Job-এ আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে ইচ্ছুক উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবে। আবেদন করার আগে নিচের পদ্ধতিগুলি ভালোভাবে জেনে নিতে হবে।

১. আবেদন করার জন্য প্রথমে www.adyapeathpolytechnic.com এই ওয়েবসাইটে যেতে হবে ও নিজের তথ্য সহকারে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
২. সুষ্ঠুভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় তথ্য সহকারে লগইন করে স্কিনে আসা আবেদনপত্র পূরণ করতে হবে।
৩. সর্বশেষে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি ভালোভাবে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
Official Website – www.adyapeathpolytechnic.com
আবেদন লিঙ্ক – Download

আরও পড়ুন – Aadhar card update: আধার কার্ড চালু রাখতে হলে, এই ২ টি কাগজ আপডেট করুন, কিভাবে করবেন জানুন

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.