CNCI Recruitment: চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে‌‌ কর্মী নিয়োগ। জানুন আবেদন পদ্ধতি

CNCI Recruitment 2024: চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে‌‌ ভিন্নপদে কাজের সুযোগ রয়েছে। যেসকল চাকরিপ্রার্থীরা বহুদিন ধরে মোটা বেতনের চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুখবর তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদনে। আপনি কি হাসপাতালে কাজ করতে ইচ্ছুক তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। এই পথগুলিতে কিভাবে প্রার্থীদের নিযুক্ত করা হবে ? কি যোগ্যতা থাকলে প্রার্থীরা আবেদন জানাতে পারবে ? এই পদে আবেদনের জন্য কত বছর বয়সের প্রয়োজন ? এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক কত বেতন দেওয়া হবে ? ইত্যাদি সমস্ত তথ্যের আলোচনা রয়েছে আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

CNCI Recruitment 2024-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নামঅ্যাসিস্ট্যান্ট প্রফেসর,কনসালট্যান্ট, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট
নিয়োগ সংস্থাচিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল
ইন্টারভিউর তারিখ০১/০৪/২০২৪

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

বয়সসীমা : সর্বোচ্চ ৫০ বছরের মধ্যবর্তী যেকোন আগ্রহী প্রার্থী এই পদগুলিতে আবেদন জানাতে পারবে।আবেদনকারীদের প্রতিটি পদের ক্ষেত্রে বয়সসীমা সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : শুধুমাত্র নিচের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই CNCI Recruitment 2024-এর নতুন নিয়োগে এই পদগুলিতে আবেদন জানাতে পারবে। পদগুলোতে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের পার্ট টাইম কনসালট্যান্ট পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি অর্জনকারী/রেডিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা এই পদে আবেদনযোগ্য।

আরও পড়ুন – 8th Pass Job: রাজ্যের পলিটেকনিক কলেজে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কর্মী নিয়োগ। কিভাবে আবেদন জানাবেন।

শূন্যপদ ও বেতন

শূন্যপদ ও বেতন: চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল দপ্তরের (CNCI) সকল পদগুলিতে মোট ১ টি শূন্যপদ রয়েছে। এই পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন ৭০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া : এই পদগুলিতে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আবেদনকারী প্রার্থীদের কোনরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এই পদগুলিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

যেসকল উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদগুলিতে নিযুক্ত হতে ইচ্ছুক তাদের কোনরকম আবেদন জানাতে হবে না। এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারীদের কোনরকম অনলাইন বা অফলাইন আবেদন করতে হবে না। অগ্রাধিকারী আবেদন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের রাজারহাটে ১ এপ্রিল ২০২৪ তারিখে বেলা ১০ টার আগে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন – NCB Recruitment: নার্কোটিক বিভাগে একগুচ্ছ শূন্যপদে চাকরির সুযোগ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ

আবেদনকারীদের ইন্টারভিউর দিন সঙ্গে করে নিজের যাবতীয় সঠিক নথিপত্রগুলি নিয়ে যে‌তে হবে। ইচ্ছুক প্রার্থীদের ১ এপ্রিল বেলা ১১ টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা সঠিকভাবে থেকে থাকলে সহজেই এই পদগুলিতে নিযুক্ত করা হবে। উপরের পদগুলিতে আবেদনের আগে ইচ্ছুক অবদানকারীদের অফিসিয়াল নোটিফিকেশনটি ও ওয়েবসাইটটি ভালোভাবে যাচাই করে নিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
Official Website – www.cnci.ac.in

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.