Old note sale – কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, তেমনি একটি পুরনো নোট রাতারাতি আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে!কথাটা শুনে অবাস্তব মনে হচ্ছে তো। ভাবছেন পুরনো নোট (Old note sale) তো এখন চলেই না। যেমন বাসে-অটোয় বা দোকানে পুরনো নোট দিলে অনেকেই তা নিতে চান না। পুরনো নোটের জীর্ণ অবস্থার কারণেই তার এমন অনাদর। তাই সব সময়ই সবাই নতুন চকচকে নোট খোঁজেন। কিন্তু এক বিশেষ পুরনো পাঁচ টাকার নোট (Old note sale) থাকলেই লাখপতি হতে পারেন।
বর্তমানে আমাদের দেশে পুরনো ৫ টাকার নোট দেখাই যায় না। তবে অনেকের পুরনো নোট বা কয়েন (Old note sale) সংগ্রহের শখ আছে। আপনারও এমন শখ আছে কি? যদি থাকে তাহলে এক দুর্দান্ত রোজগারের সুযোগ এক্কেবারে আপনার হাতের মুঠোয়। বাড়িতে বসেই লক্ষ লক্ষ টাকা রোজগারের বিশাল সুযোগ রয়েছে। এই নোটটি বিক্রি করে কয়েক লাখ টাকা উপার্জন করতে পারেন। তবে এই ৫ টাকার নোটের বৈশিষ্ট্য থাকতে হবে।
৫ টাকার নোটের (Old note sale) যে সব বৈশিষ্ট্য থাকতে হবে।
১) নোটের উল্টো সাইডে ট্রাক্টর নিয়ে বসে থাকা একজন কৃষকের ছবি থাকতে হবে।
২) শুধু তাই নয় নোটের উপর ৭৮৬ নম্বর লেখা থাকাও জরুরি।
আরও পড়ুন – New Business Idea: বিরাট সুযোগ ব্যবসার! নতুন ব্যবসা শুরু করুন, টাকা দেবে সরকার
আসলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই বিশেষ সিরিজের নোট ছাপা বন্ধ করে দিয়েছে। তাই এটি হয়ে গিয়েছে অ্যান্টিক। এই কারনে এর বিরাট কদর হয়েছে।বিভিন্ন ওয়েবসাইটে অ্যান্টিক কয়েন ও নোটের চাহিদা সত্যিই আকাশছোঁয়া। এই অত্যন্ত ব্যতিক্রমী নোট আপনার কাছে থাকলে আপনি অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী।
এই নোট বিক্রি (Old note sale) করবেন কিভাবে।
বর্তমান যুগটা হল অনলাইনের, তাই এই নোট বিক্রি করার জন্য আপনার কোথাও যাওয়ার দরকার নেই। বাড়িতে বসেই লাখপতি হতে পারবেন। প্রথমে অনলাইনে Indiamart.com, CoinBazzar বা OLX এর মত ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সেখানে আপনি আপনার টাকাটি বিক্রি করার জন্য বিজ্ঞপ্তি দেবেন। সেই পাঁচ টাকার নোটের (Old note sale) পরিষ্কার একটা ছবি তুলে ওয়েবসাইটগুলিতে আপলোড করবেন। সেখান থেকেই ইচ্ছুক ক্রেতারা সরাসরি নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করবেন। সেখানেই নির্ধারিত হবে মূল্য। এভাবে নোটটি বিক্রি করে আপনি কয়েক লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন।
আসলে এমন অনেক মানুষ আছেন যারা পুরনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসেন। পুরনো যে কোন নোট (Old note sale) থেকে শুরু করে পুরনো যে কোন জিনিস তারা লাখ টাকা খরচ করে কেনেন। সেগুলো তাদের নিজস্ব সংগ্রহশালায় সংগ্রহ করে রাখেন। এছাড়াও এমন অনেক মানুষ রয়েছেন যারা পুরনো জিনিস দিয়ে তাদের ঘর সাজাতে পছন্দ করেন। এই সমস্ত মানুষেরা পুরনো যে কোন জিনিস পেলেই যত টাকা হোক তারা কিনে নিতে চান।