WB ICDS Recruitment: রাজ্যর ICDS সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রচুর শূন্যপদে প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের জন্য উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির সুযোগ। আবেদন করলে মিলবে মোটা বেতনের চাকরি খুবই খুশির খবর এই প্রতিবেদনে। আবেদনের আগে আবেদন পদ্ধতি,শিক্ষাগত যোগ্যতা,বয়স,বেতন ইত্যাদি তথ্য অবশ্যই জেনে নিন।
WB ICDS Recruitment – জন্য শিক্ষাগত যোগ্যতা
ICDS সহায়িকা (WB ICDS worker) পদের জন্য প্রার্থীকে স্বীকৃতি কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ যোগ্যতা অর্জন করতে হবে। উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। এই পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আরও চাকরির খবর – উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীরে কর্মী নিয়োগ
বয়সসীমা ও শূন্যপদ
বয়সসীমা : এই পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের ন্যূনতম 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 35 বা 65 (পদের প্রযোজ্য হিসাবে) বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। বয়স হিসাব করা হবে আবেদন প্রার্থীর মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট অনুসারে ।
শূন্যপদ : এই পদগুলিতে মোট 19 টি শূন্যপদ রয়েছে।
বেতন : উপরের সবকটি পদের জন্য আবেদনকারীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে মোট 8250 টাকা দেওয়া হবে।
আরও চাকরির খবর-ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ উচ্চমাধ্যমিক পাশে
জানুন আবেদন করবেন কিভাবে
রাজ্যের ICDS সহায়িকা (WB ICDS Recruitment) আবেদনের জন্য আবেদন প্রার্থীকে নিচের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের https://recruitmentdd.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার ও মোবাইলে যাওয়া ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর লগইন করে আবেদনপত্র পূরণ করে নিচে দেওয়া প্রয়োজনে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদনের সময় প্রার্থীর সঙ্গে নিচের ডকুমেন্টসগুলি থাকতে হবে।
আরও চাকরির খবর- মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাসিক 19,900 টাকা বেতন মিলবে
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে উচ্চমাধ্যমিক পরীক্ষার যাবতীয় সার্টিফিকেট।
- জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষার সার্টিফিকেট।
- সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে জাতি শংসাপত্র।
- স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
- রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটোকপি ।
- প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট।
- আবেদনকারীর স্বাক্ষর
নিয়োগ প্রক্রিয়া : এই পদগুলিতে আবেদন প্রার্থীদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর নেওয়া হবে। আবেদনকারীরা লিখিত পরীক্ষার নির্দিষ্ট নাম্বার পেয়ে উত্তীর্ণ হলে ইন্টারভিউর যোগ্য হবে। এবং ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের এই পদগুলোতে নিযুক্ত করা হবে।
আবেদনের শেষ তারিখ : এই পদগুলিতে নোটিফিকেশনের নির্দিষ্ট তারিখ অনুযায়ী আবেদন সীমাবদ্ধ।
পদগুলি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন এবং ভালোভাবে অধ্যয়ন করুন।
আরও চাকরির খবর- BSNL দপ্তরে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
আবেদনের শেষ তারিখ | ১৭-০২-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
আবেদন লিঙ্ক (Online Apply Link) | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | www.recruitmentdd.in |