Mid Day Meal Job vacancy: চাকরিপ্রার্থীদের জন্য আনন্দ সংবাদ। দিতে হবে না কোন পরীক্ষাই, তারপরেও মিলবে চাকরি। অবাক লাগছে? অবিশ্বাস্য মনে হলেও এবার পরীক্ষা না দিয়েই মিড ডে মিল প্রকল্পে নিয়োগ করা হবে বিডিও অফিসে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে লোক নেওয়া হবে বলেই জানা গিয়েছে। এককথায় বলা যায়, ইন্টারভিউতে উতরে গেলেই চাকরি পাকা।
এই Mid Day Meal Job vacancy-তে জানা গিয়েছে, শূন্যপদও বিপুলসংখ্যক। এই প্রসঙ্গে আগে থেকেই জানিয়ে রাখা দরকার যে, এই চাকরিটি কিন্তু সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক। কারা আবেদন করতে পারবেন? কত টাকা বেতন? চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি পড়ুন। তবে, আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।
আরও পড়ুন – LPG Cylinder price- রান্নার গ্যাসে আরও ৩০০টাকা দাম পড়ল! বঙ্গে কত হল দাম আসুন দেখে নেওয়া যাক
Mid Day Meal Job vacancy 2024 Notification
Advertisement No. | Memo No: 576A(7) |
নিয়োগকারী সংস্থা | Block Development Officer, Raina – I |
মোট শূন্যপদ | Official Notification দেখুন |
ইন্টারভিউ তারিখ | 23/03/2024 between 11:00 AM to 01.00 PM |
Mid Day Meal Job vacancy-তে কোন পদে নিয়োগ?
Mid Day Meal প্রকল্পে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ হবে সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক। ভবিষ্যতে এই পদে নিযুক্ত কর্মীদের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা সেই বিষয়ে কর্তৃপক্ষই কেবল ঠিক করবে।
বয়সসীমা ও বেতন
বয়সসীমাঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছর বয়সের মধ্যে। বয়সের প্রমাণপত্র যাচাই করা হবে। ২৩/০৩/২০২৪ সালের নিরিখে এই বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে।
বেতনঃ Mid Day Meal Job vacancy নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বেতনের বিষয়টি। ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে কর্মরত কর্মীরা প্রতি মাসে বেতন পাবেন ১১ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কম্পিউটার বিষয়ে ও Smartphone এর Android App এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের। তবে আবেদনকারীদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। আপাতত এছাড়া আর কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। অবসরপ্রাপ্ত কর্মীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার পদ্ধতি
আবেদন করার নিয়ম সকলের ক্ষেত্রেই সমান। অবসরপ্রাপ্তকর্মীদের ক্ষেত্রেও কোন পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে পাস করে গেলেই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইন্টারভিউ নেওয়া হবে চলতি মার্চ মাসের 23 তারিখে। সকাল 11 টার মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে প্রার্থীদের। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, আগে থেকে কোন চাকরিপ্রার্থীকে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন ডকুমেন্টস ও আবেদন ফর্ম সহকারে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
Official Website – purbabardhaman.nic.in