Airport Recruitment : উচ্চমাধ্যমিক পাশে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ।

Airport Recruitment 2023 – চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এয়ারপোর্টে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের (AIASL) তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উচ্চমাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ (Airport Recruitment) করা হবে। শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়স, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য আলোচনা করা হল দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এয়ারপোর্টে কর্মী নিয়োগ (Airport Recruitment) ২০২৩

নিয়োগকারী সংস্থাএয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের (AIASL)
পদের নাম১) Customer Service Executive,
২) Jr. Customer Service Executive
মোট শূন্যপদ১২৮ টি
(Cochin- ৪৭ টি, Calicut- ৩১ টি, Kannur- ৫০ টি)
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক পাশ (আরও বিস্তারিত পড়ুন)
নিয়োগ বিজ্ঞপ্তি NoAIASL/05-03/685

আরও পড়ুন – ৫৪৪৭ টি শূন্যপদে SBI-তে কর্মী নিয়োগ করা হবে! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, সহ বিস্তারিত জানুন।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

১) Customer Service Executive – এয়ার ইন্ডিয়ার Customer Service Executive পদে আবেদন করার জন্য আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ যোগ্যতা থাকতে হবে। Airline/GHA/Cargo/Airline Ticketing বিভাগে কাজের অভিজ্ঞতা তাক্তে হবে। অথবা IATA-UFTAA or IATA-FIATA or
IATA-DGR or IATA CARGO তে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Airline Diploma or Certified course থাকতে হবে। সাথে আপনাকে English লিখতে পড়তে ও বলতে জানতে হবে।

২) Jr. Customer Service Executive – এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এই ক্ষেত্রেও Airline/GHA/Cargo/Airline Ticketing বিভাগে কাজের অভিজ্ঞতা তাক্তে হবে। অথবা IATA-UFTAA or IATA-FIATA or IATA-DGR or IATA CARGO তে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Airline Diploma or Certified course থাকতে হবে। সাথে আপনাকে English লিখতে পড়তে ও বলতে জানতে হবে।

মাসিক বেতন

১) Customer Service Executive পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৩,৬৪০/- টাকা দেওয়া হবে।
২) Jr. Customer Service Executive পদের ক্ষেত্রে মাসিক বেতন ২০,১৩০/- টাকা দেওয়া হবে।

আরও পড়ুন – Primary Teacher Recruitment – ১২ হাজার শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ কি? কি বলছে সুপ্রিম কোর্ট ? জানুন বিস্তারিত।

বয়সসীমা

Customer Service Executive, ও Jr. Customer Service Executive পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে OBC চাকরিপ্রার্থীদের বয়সের ৩ বছরের ছাড় পাবেন। SC/ST চাকরিপ্রার্থীদের বয়সের 5 বছরের ছাড় পাবেন।

আরও পড়ুন – Haldia Job Vacancy : হলদিয়া পেট্রোকেমে ১১০ টি বিভিন্নপদে কর্মী নিয়োগ।

আবেদন করার পদ্ধতি

উল্লেখিত পদগুলিতে অফলাইন ইন্টারভিউর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ (Airport Recruitment) করা হবে।
১) অফিসিয়াল নোটিফিকেশনে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করেনিন।
২) আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করবেন।
৩) আবেদনপত্রটি ও সমস্ত নথিপত্র জেরক্স করে ইন্টারভিউ এর দিন নিয়ে যাবেন। নথিপত্র হিসাবে সাথে রাখবেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি।

আবেদন ফি ও ইন্টারভিউর ঠিকানা

উল্লেখিত উভয় পদগুলিতে আবেদন (Airport Recruitment) করার জন্য আবেদনকারীদের ৫০০/- টাকার ডিমান্ড ড্রাফট করতে হবে।ইন্টারভিউর ঠিকানা
Sri Jagannath Auditorium,
Near Vengoor Durga Devi Temple,
Vengoor, Angamaly, Ernakulam, Kerala,
Pin- 683572

আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটwww.aiasl.in
অফিশিয়াল বিজ্ঞপ্তিView
ইন্টরভিউর তারিখ১৮, ২০ এবং ২২ ডিসেম্বর, ২০২৩

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.