Asus নতুন ল্যাপটপ লঞ্চ করেছে, এতে 32GB RAM সাপোর্ট করে এবং 10 ঘন্টা ব্যাটারি লাইফ,দেখে নিন এর দাম ও ফিচার্স

asus rog zephyrus m16 2022 launched for indian gamers

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিউজ ডেস্কঃ ভারতে লঞ্চ করা হয়েছে Asus ROG Zephyrus M16 2022 Edition ল্যাপটপ। এই বছর CES-এ প্রথম লঞ্চ হওয়া ল্যাপটপটি আসে একটি MUX সুইচের সাথে যা গেমারদের পারফর্মেন্স বা ব্যাটারি লাইফকে বাড়ানোর জন্য GPU-এর মধ্যে বেছে নিতে দেয়।Asus ROG Zephyrus M16 2022 Edition এ 12th জেনারেশান ইন্টেল কোর i9 পর্যন্ত প্রসেসর, 32GB DDR5 পর্যন্ত RAM সাপোর্ট করে।এর দাম ও ফিচার্স কি রয়েছে দেখে নিন।

ASUS এর লেটেস্ট ল্যাপটপের ফিচার্সঃ-

Asus প্রথমে CES-এ রিফ্লেশড ল্যাপটপ লাইনআপ ঘোষণা করেছে।এই ল্যাপটপের ডিসপ্লে 16-ইঞ্চির কোয়াড-এচডি (2,560×1,600 পিক্সেল, যেখানে 165Hz রিফ্রেশ রেট, 3ms রেসপন্স টাইম এবং 500 nits ব্রাইটনেস রয়েছে।ডিসপ্লে ডলবি ভিশন 100 শতাংশ DCI-P3 কালার গামাট কভারেজ এবং 94 শতাংশ স্ক্রিন-টু বডি রেশিও সাপোর্ট করে।ল্যাপটপটি 12th প্রজন্মের ইন্টেল কোর i9(12900H) প্রসেসর সহ আসে, 32GB পর্যন্ত DDR5 RAM এর সাথে যুক্ত।

Asus এর মতে ল্যাপটপটি 48GB পর্যন্ত ডুয়াল চ্যানেল DDR5 4800MHz RAM সাপোর্ট করে। ল্যাপটপটি এসেছে 4TB M.2 NVMe PCle 4.0 SSD পর্যন্ত এবং Nvidia GeForce RTX 3080Ti গ্রাফিক্স কার্ডের সাথে।একটি ইন্টেলিজেন্ট কুলিং ফিচার রয়েছে যেখানে একটি লিকুইড মেটাল কম্পাউন্ড সিপিইউকে ঠান্ডা করে এবং আর্ক ফ্লো ফ্যান এয়ারফ্লো ম্যাক্সিমাইজ করে তোলে।

ভারতে ASUS-এর এই লেটেস্ট ল্যাপটপের দামঃ-

ভারতে এই Asus ROG Zephyrus M16 2022 Edition এর দাম শুরু ₹1,79,990 থেকে। ৪ এপ্রিল থেকে Amazon, Flipkart, Asus ই-শপ এবং Tata Cliq-এর মাধ্যমে অনলাইনে কিনতে পারবেন।এছাড়াও আসুস এক্সক্লুসিভ স্টোর, ক্রোমা, রিলায়েন্স এবং বিজয় সেলস সহ অফলাইন চ্যানেলগুলি থেকে ল্যাপটপটি কিনতে পারবেন গ্রাহকরা।

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.