Bank Account – বর্তমানে প্রায় প্রত্যকেরই কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। আর তাছাড়া ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা স্বাভাবিক ব্যাপার। কারন প্রত্যেকেই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবেই সঞ্চয় করেন। তবে অনেকেই জানেন না ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) ন্যূনতম কত ব্যালেন্স রাখতে হয়। সরকারি ব্যাঙ্ক হোক বা বেসরকারি ব্যাঙ্ক যে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টেই (Bank Account) একটা নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স বজায় রাখতে হয়। নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স না রাখলে গ্রাহকের অ্যাকাউন্টে জরিমানা করা হতে পারে।
অনেক সময় দেখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স (Bank Account Minimum Balance) না থাকার কারণে গ্রাহকের একাউন্ট থেকে জরিমানা বাবদ চার্জ কেটে নেওয়া হয়। কিন্তু গ্রাহকরা সেটা না বুঝতে পেরেই ব্যাংকে গিয়ে খোঁজ করেন তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কেন? তখন ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয়, অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স ছিল না তাই চার্জ কেটে নেওয়া হয়েছে। অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স কত রাখতে হয় তা জানার ফলে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হন। গ্রাহকরা যাতে ভবিষ্যৎতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় তাই আজ আলোচনা করতে চলেছি একজন গ্রাহককে মিনিমাম ব্যালেন্স কত রাখতে হয়।
আরও পড়ুন – WB Education System – এবার বাংলায় নয়া শিক্ষানীতি ! উঠে যাচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা।
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর SBI ন্যূনতম ব্যালেন্স ?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্টে আগে মিনিমাম ব্যালেন্সের নিয়ম ছিল। মেট্রো অঞ্চলের অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা, আধা-শহুরে এলাকার হোল্ডারদের ২,০০০ টাকা ও গ্রামীণ এলাকায় ১,০০০ টাকা রাখতে হত। তবে ২০২০ সালের মার্চ মাসে এসবিআই অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার নিয়ম বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
২) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর ন্যূনতম ব্যালেন্স ?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য ১,০০০ টাকা, আধা শহুরে গ্রাহকদের জন্য ২,০০০ টাকা, আর শহর এবং মেট্রো গ্রাহকদের জন্য যথাক্রমে ৫,০০০ এবং ১০,০০০ টাকা রাখতে হয়। এই নিয়ম না মানলে গ্রামীণ এবং আধা শহুরে গ্রাহকদের জন্য ৪০০ টাকা এবং মেট্রো এবং শহরের গ্রাহকদের জন্য ৬০০ টাকা জরিমানা করা হয়।
৩) এইচডিএফসি ব্যাঙ্ক-এর (HDFC Bank) ন্যূনতম ব্যালেন্স?
এইচডিএফসি ব্যাঙ্কের সেভিংস একাউন্টের (Bank Account) ক্ষেত্রে মেট্রো শহরে মিনিমাম ব্যালেন্স ১০,০০০ টাকা জমা রাখতে হবে। আর আধা-শহুরে শাখাগুলির জন্য ৫,০০০ টাকা এবং গ্রামীণ শাখাগুলির জন্য গড় ত্রৈমাসিক ব্যালেন্স ২৫০০ টাকা রাখতে হয়।
৪) আইসিআইসিআই ব্যাঙ্ক-এর ন্যূনতম (Bank Account) ব্যালেন্স?
এই ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলিতে (Bank Account) মেট্রো অঞ্চলের জন্য ১০,০০০ টাকা রাখতেই হবে। আর আধা-শহর এলাকার জন্য ৫,০০০ টাকা এবং গ্রামীণ এলাকার জন্য ২,০০০ টাকা জমা রাখতে হবে।
৫) কানারা ব্যাঙ্ক-এর ন্যূনতম ব্যালেন্স ?
কানারা ব্যাঙ্কের শহুরে বা মেট্রো এলাকার গ্রাহকদের ২,০০০ টাকা জমা রাখতে হবে। আর আধা-শহুরে এলাকার ক্ষেত্রে ১,০০০ টাকা এবং গ্রামীণ শাখার ক্ষেত্রে ৫০০ টাকা জমা রাখতে হবে।
৬) কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স ?
এই ব্যাংকের মেট্রো শহরের অ্যাকাউন্ট (Bank Account) হোল্ডারদের ১০,০০০ টাকা জমা রাখতে হবে। গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা জমা রাখতে হবে।