BECIL Recruitment 2024- রাজ্যে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ BECIL দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যেসব প্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই খুশির খবর। আজকের এই প্রতিবেদনে এই সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে। তাই আবেদনের আগে অবশ্য প্রতিবেদনটি ভালো করে দেখে নিতে হবে।
BECIL Recruitment 2024 Notification
Advertisement No. | BECIL/Project-III(HRMS)/F.No.113/FSSAI-NR/Cr No. 773/2024/Adv.440 |
নিয়োগকারী সংস্থা | BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED |
শূন্যপদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর, মাল্টি টাস্কিং স্টাফ,আইটি ব্যক্তি |
আবেদনের শেষ তারিখ | ২৫/০৩/২০২৪ |
1) ডেটা এন্ট্রি অপারেটর (DEO Recruitment)
বয়সসীমা : এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স ৪০ বছরের নিচে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য ইচ্ছুক আবেদন প্রার্থীকে স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। উপযুক্ত যোগ্যতা সহিত প্রার্থীর কম্পিউটার সম্বন্ধে জ্ঞান হিসাবে এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ডে দক্ষতা ও ন্যূনতম টাইপিং গতি 35 wpm ইত্যাদি দক্ষতা থাকা প্রয়োজন।
শূন্যপদ ও বেতন : এই ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক ২৫,৭৯২ টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
2) আইটি ব্যক্তি
বয়সসীমাঃ এই পদের ক্ষেত্রে আবেদন প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬০ বছর রাখা হয়েছে। অর্থাৎ ৬০ বছরের মধ্যবর্তী যেকোনো ইচ্ছুক প্রার্থী আবেদন জানাতে পারবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই আইটি ব্যক্তি পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের স্বীকৃতি কোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিজ্ঞানে B.Tech/BCA করতে হবে। এছাড়াও আবেদন প্রার্থীর ১ থেকে ২ বছর ভিডিও কনফারেন্সিং, পিসি নিয়ে কাজ করতে ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ ও বেতনঃ এই আইটি ব্যক্তি পদে মোট ১টি শূন্যপদ রয়েছে। এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক ৩৫,০০০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
৩) মাল্টি টাস্কিং স্টাফ
বয়সসীমাঃ এই মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স ৪০ বছরের নিচে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে।
শূন্যপদ ও বেতনঃ এই মাল্টি টাস্কিং স্টাফ পদে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক ২১,৬৩২ টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
BECIL Recruitment 2024-এর নিয়োগ প্রক্রিয়া
এই BECIL Recruitment 2024-এর পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের চুক্তিভিত্তিক নিযুক্ত করা হবে। চাকরির নির্ধারিত নিয়ম এবং প্রয়োজনীয়তা অনুযায়ী নির্বাচন করা হবে। চাকরির নির্ধারিত নিয়ম জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে অধ্যান করুন।
অনলাইন মাধ্যমে আবেদন পদ্ধতি
অনলাইন মাধ্যমে যেকোনো প্রার্থী এই পদগুলিতে আবেদন জানাতে পারবে। আবেদনের ক্ষেত্রে নিচের পদ্ধতিগুলি ধাপে ধাপে অবলম্বন করতে হবে।
- ১. আবেদনের জন্য নিচের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করতে হবে এবং প্রার্থীর নাম, ইচ্ছুক প্রার্থীর পিতার নাম, জন্মতারিখ, বৈধ ইমেইল আইডি, চলতি মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ান্স, ন্যাশনালিটি, মেটারিয়াল স্ট্যাটাস, ইচ্ছুক প্রার্থীর বর্তমান ঠিকানা ইত্যাদি নির্ভুল তথ্য সহকারে সঠিকভাবে পূরণ করতে হবে।
- ২. তারপর লগইন আইডি ও পাসওয়ার্ড সহকারে লগইন করতে হবে এবং আবেদনপত্রটি যাবতীয় তথ্য সহকারে পূরণ করতে হবে।
- ৩. সর্বশেষে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি সঠিকভাবে নির্দিষ্ট সাইজের আপলোড করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL Recruitment 2024) দপ্তরের ভিন্ন পদগুলিতে ইচ্ছুক আবেদন প্রার্থীদের আবেদনের আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিংবা নোটিফিকেশনটি ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। অফিসিয়াল নটিফিকেশন এবং সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর আবেদন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
Official Website – becilregistration.in
আবেদনের লিঙ্ক – Click