নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”স্বাস্থ্য সাথী” প্রকল্পের সূচনা করেছেন।’স্বাস্থ্য সাথী’ প্রকল্পের উদ্দেশ্য হল, রাজ্যের সাধারণ মানুষের কাছে কম খরচে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া।কিন্তু এই কার্ডের একটি মেয়াদ থাকে, মেয়াদ শেষ হলে এটি ডিঅ্যাকটিভেট হয়ে যায়। এই কার্ড যদি অ্যাকটিভ না থাকে তবে আপনি এটির সুবিধা পাবেন না।আপনার স্বাস্থ্য সাথী কার্ডটি অ্যাকটিভ আছে কিনা তা চেক করে নিতে পারেন খুব সহজেই।এর জন্য প্রয়োজন আপনার স্বাস্থ্য সাথী কার্ড আর মোবাইল।কিভাবে চেক করবেন দেখে নিনঃ-
১)প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইট swasthyasathi.gov.in যেতে হবে।
২)এরপর আপনাকে Card Verification অপশনে যেতে হবে।
৩) আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে। যেখানে আপনাকে নিজের রাজ্য ও জেলা সিলেক্ট করে তার নীচের ঘরে URN নাম্বার বসাতে হবে যেটি আপনার স্বাস্থ্য সাথী কার্ডে রয়েছে।
৪)সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করলেই আপনি জেনে যেতে পারবেন আপনার কার্ড অ্যাকটিভ রয়েছে কিনা।