Advertisement

Bank Account – ব্যাঙ্কে একের বেশি অ্যাকাউন্ট কি? এতে কি ক্ষতি হতে পারে জানেন কি?

Bank Account: বর্তমানে বহু মানুষের একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এর কারন হল কিছু বাড়তি সুবিধা ও সামান্য বাড়তি সুদের আকর্ষণে অনেকেই একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে ফেলেন। কিন্তু অনেকেই হয়ত জানেন না এক ব্যক্তির নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এতে কিছু সমস্যা হতে পারে। অনেকেই বুঝতে পারেন না এই ভুলের জন্য বড়সড় সমস্যার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে চাকরিজীবীরা সমস্যায় পড়তে পারেন।

Advertisement

একজন ব্যক্তির একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে তাঁদের খরচ বৃদ্ধি পাচ্ছে, এটা অনেকেই জানেন না। যে কটি Bank Account রয়েছে তাতে কার্যত খরচ বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কোনও ব্যক্তির অতিরিক্ত খরচ হতে পারে। যা অপ্রয়োজনীয়, এছাড়াও একাধিক ক্ষতি হতে পারে।

আরও পড়ুন – LIC -এই পলিসিতে একবার টাকা দিলে, পাবেন ৫ বছরে ৫ লাখ, রয়েছে আরোও অনেক সুবিধা

যেমন একাধিক অ্যাকাউন্টের জন্য সেই ব্যক্তিকে সার্ভিস চার্জ দিতে হবে। প্রতিটি ব্যাঙ্কের নিজস্ব আলাদা মেইনটেনেন্স চার্জ থাকে, ডেবিট কার্ড চার্জ, এসএমএস চার্জ, ন্যূনতম ব্যালেন্স চার্জও রয়েছে। এর পাশাপাশি এসএমএস সার্ভিস, ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার ঝামেলাও পোহাতে হয়। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে ব্যাঙ্কগুলি তার পরিবর্তে মোটা টাকা কেটে নিতে পারে। এমনকি আরবিআই-এর নিয়ম অনুসারে একজন ব্যক্তির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাই ভালো। একজন ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকলে কী কী অসুবিধা হতে পারে, তা দেখে নেওয়া যাক:-

১)জালিয়াতির সম্ভাবনা থাকে-

অতিরিক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানেই জালিয়াতির সম্ভাবনা থাকে। অনেকেই জালিয়াতির উদ্দেশ্যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে থাকেন। তাই জালিয়াতির হাত থেকে বাঁচতে একটি অ্যাকাউন্ট থাকাই ভাল। চাকরিজীবীদের ক্ষেত্রে একটি চাকরি থেকে অন্য চাকরিতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বদল ঘটলে অন্য একটি অ্যাকাউন্টের প্রয়োজন হয়।

২) সার্ভিস চার্জ দিতে হয়-

যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিষেবা নিতে গেলে সার্ভিস চার্জ দিতে হয়। ব্যাঙ্কগুলি বিভিন্ন খাতে এই চার্জ নিয়ে থাকে। তাই একাধিক অ্যাকাউন্ট থাকলে এই চার্জের খরচও স্বাভাবিকভাবেই বেশি দিতে হবে।

৩)লগ্নি আটকে থাকা-

একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। একাধিক ব্যাঙ্কে এভাবে মিনিমাম ব্যালেন্স থাকলে অনেক টাকা পড়ে থাকে। কিন্তু এই টাকাই অন্য খাতে লগ্নিতে ব্যবহৃত করা যেতে পারে।

৪)আয়কর সমস্যা-

একজন ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেই ব্যক্তিকে আয়কর বিভাগকে তার বিস্তারিত হিসাব দিতে হয। যা লুকিয়ে রাখলে সমস্যায় পড়তে হতে পারে। তাই একজন ব্যক্তির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই সমস্যায় পড়তে হবে না।

৫) সিবিল স্কোরে প্রভাব-

কোনও ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার সিবিল স্কোরে প্রভাব পড়ে। কারণ একাধিক অ্যাকাউন্ট থাকলে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে সমস্যা হতে পারে। যা ওই ব্যক্তির সিবিল স্কোরে প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button