Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতে ৭ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ। জেনে নিন নিয়োগ সম্পর্কে বিস্তারিত

Panchayat Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খুশির খবর। রাজ্যে ফের একটি নতুন চাকরির ঘোষণা। নিয়োগ পেতে চলেছেন হাজার হাজার প্রার্থী। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ (Gram Panchayat Recruitment) হবে। যাঁরা এতদিন চাকরির অপেক্ষায় ছিলেন, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাঁদের সবার জন্য এটি সুবর্ণ সুযোগ। তাই আর দেরি না করে চটপট পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনের মাধ্যমেই তুলে ধরা হয়েছে বিস্তারিত তথ্যসমূহ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gram Panchayat Recruitment Details of 2024

সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন নিয়োগ সম্পর্কে খবর পেয়েছেন চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা। শীঘ্রই রাজ্য সরকারের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ (Gram Panchayat Vacancy) শুরু হবে। বাংলার গ্রাম পঞ্চায়েতে ৭২১৬ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা হয়েছে। পঞ্চায়েতের তিনটি পদে হাজার হাজার কর্মী নিয়োগ পাবেন। তবে আবেদনের আগে জেনে নিন বয়সসীমা ও আবেদন যোগ্যতা সম্বন্ধে। যে যে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলবে সেগুলি হল-

আরও পড়ুন – IRCTC Recruitment 2024: রেলে একাধিক নতুন পদে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন। জেনে নিন বিস্তারিত

কোন কোন পদে Gram Panchayat Recruitment হবে?

  • ১) গ্রাম পঞ্চায়েত সহায়ক
  • ২) গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি
  • ৩) পঞ্চায়েত সমিতি সেক্রেটারি

বয়সসীমা ও বেতন

বয়সসীমাঃ যে সকল প্রার্থীরা Gram Panchayat Recruitment-এ আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাঁদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের মধ্যে SC/ST রা পাঁচ বছরের ও OBC রা তিন বছরের বয়সের ছাড় পাবেন।

বেতনঃ যাঁরা গ্রাম পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ (WB Recruitment 2024) পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। বেতন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিছু দিনের মধ্যেই।

আরও পড়ুন – Clark Recruitment: রাজ্যে ভূমি ও ভূমিসংস্কার দপ্তরে ক্লার্ক নিয়োগ। বেতন ১২ হাজার টাকা, WB Land Department Clark Recruitment

আবেদন প্রক্রিয়া

  • (A) প্রথম ধাপ: এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
  • (B) দ্বিতীয় ধাপ: এই ওয়েবসাইট থেকে আবেদনের লিঙ্কে ক্লিক করে নিজের বৈধ ফোন নম্বর ও মিল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়েবসাইট মারফত অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে দিন।
  • (C) তৃতীয় ধাপ: অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, সিগনেচার ইত্যাদি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটি, জমা করে তার একটি কপি নিজের কাছে রেখে দেবেন।

নিয়োগ প্রক্রিয়া

গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগে (New Gram Panchayat Recruitment) পরিচালিত হবে দুটি ধাপে। যথা- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। লিখিত পরীক্ষাটি হবে চারটি বিষয়ের উপর, যার পূর্ণমান ৮৫। বিষয়গুলি হল- বাংলা, ইংরেজি, অ্যারিথমেটিক, ও জেনারেল নলেজ। এখানে থাকছে নেগেটিভ মার্কিং এবং প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর করে কাটা হবে। তাই পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়া একান্ত প্রয়োজন। পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে দশ দিন আগে।

Official Website – Click

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.