Clark Recruitment: রাজ্যে ভূমি ও ভূমিসংস্কার দপ্তরে ক্লার্ক নিয়োগ। বেতন ১২ হাজার টাকা, WB Land Department Clark Recruitment

Clark Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেল বঙ্গে। রাজ্যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ (WB Land Department DEO Recruitment) হবে। ক্লার্ক পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। কোনো লিখিত পরীক্ষা নয়, বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ। চাকরির আবেদন যোগ্যতা কী, শূন্যপদের সংখ্যা কত, বেতন কত, আবেদন পদ্ধতি কি, এই সকল তথ্য জানতে মন দিয়ে পড়ে নিন আজকের এই প্রতিবেদন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Land Department Clark Recruitment Details

Advertisement No.E-345/2/836/2024/LR
নিয়োগকারী সংস্থাHowrah District Land & Land Reforms
মোট শূন্যপদofficial Notification দেখুন
আবেদনের শেষ তারিখ04.03.2024

পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে জেলা স্তরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ (Clark Recruitment) হবে। সম্প্রতি এই নিয়েই একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে এই নিয়োগে সবাই আবেদন জানাতে পারবেন না। নিয়োগে কিছু শর্ত রেখেছে সংশ্লিষ্ট দপ্তর। কারা এখানে আবেদন জানাতে পারবেন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা কী? আসুন জেনে নেওয়া যাক।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ক্লার্ক পদের নতুন নিয়োগ (Land Department Clark Recruitment) প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে চাকরি পাওয়ার জন্য একজন প্রার্থীকে রিটায়ার্ড কর্মী হতে হবে। নচেৎ তিনি এই নিয়োগে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন – JEXPO Application Form 2024: মাধ্যমিক পাশে পলিটেকনিক কোর্সে ভর্তি হবেন? জেনে নিন আবেদন পদ্ধতি

বয়সসীমা ও বেতন

বয়সসীমাঃ যে সকল প্রার্থীরা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ক্লার্ক পদের (Clark Recruitment) নতুন নিয়োগ প্রক্রিয়ায়নতুন নিয়োগে আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই আবেদনের বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশন থেকে বলা যায়, এই পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাঁদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়ায় বয়সসীমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

বেতনঃ যে সকল প্রার্থীরা জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ক্লার্ক পদের নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে, প্রার্থীদের মাসিক বেতন হবে ১২ হাজার টাকা।

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। বরং ইন্টারভিউর মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ হবে। তাই ইন্টারভিউ সংক্রান্ত তথ্য আগের থেকে জেনে নিন। ইন্টারভিউটি হবে আগামী ৫ মার্চ ২০২৪ তারিখে। বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন – Bank Recruitment 2024: ইন্ডিয়ান ব্যাঙ্কে নতুন করে কর্মী নিয়োগ। ভালো বেতনের নিশ্চিত চাকরি।আবেদন জানান ফেব্রুয়ারির মধ্যে

আবেদন জানাবেন কিভাবে?

  • ১) সংশ্লিষ্ট নিয়োগের আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। লিঙ্ক নিচে পেয়ে যাবেন।
  • ২) এরপর আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে।
  • ৩) আবেদনপত্র ফিল আপ হলে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করুন, ফটো ও সাক্ষর করুন।
  • ৪) তারপর পূরণ হওয়া আবেদনপত্রটি ডকুমেন্টের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
  • ৫) আবেদন গৃহীত হলে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।

আবেদনের সময়সীমা ও গুরুত্বপূর্ন লিঙ্ক

এই (WB Clark Recruitment) নিয়োগের ক্ষেত্রে আবেদন জমা দেওয়া যাবে আগামী ৪ মার্চ ২০২৪ পর্যন্ত। এর পর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। তাই সময়সীমা মেনে সমস্ত প্রার্থী তাঁদের অ্যাপ্লিকেশন জমা করুন।
Official Notification: Download Now
Official Website: Click Here

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.