Saturday, October 26, 2024
HomeGovt Schemeব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের টাকা পেয়েছেন? অনলাইনে বাড়ি বসে চেক করে নিন,...

ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের টাকা পেয়েছেন? অনলাইনে বাড়ি বসে চেক করে নিন, How to check job card balance

Check Job card balance: শ্রমিকদের ঘরে আসতে চলেছে ১০০ দিনের কাজ-এর টাকা। রাজ্যের প্রায় ২১ লক্ষ শ্রমিক তাঁদের পরিশ্রমের টাকা পেতে চলেছেন সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একশো দিনের কাজের টাকা পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন রাজ্যের শ্রমিকেরা। কেন্দ্রীয় সরকারের তরফে একশো দিনের কাজের টাকা পাঠাতে বিলম্ব হচ্ছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংশ্লিষ্ট বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। কেন কেন্দ্রীয় সরকার শ্রমিকদের বকেয়া টাকা পাঠাচ্ছে না, তা নিয়ে জোর গলায় মন্তব্য রেখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের এহেন আচরণে
অসন্তোষ জমে শ্রমিক মহলেও। এদিকে সামনে লোকসভা নির্বাচন। তার আগেই সংশ্লিষ্ট ইস্যুতে অস্বস্তি পদ্ম শিবিরে।

কবে থেকে Job card-এর টাকা পাবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা

এরইমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গের শ্রমিকদের একশো দিনের কাজের টাকা পাঠাবে রাজ্য সরকার নিজেই। রাজ্য সরকারের তহবিল থেকে সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌছে যাবে টাকা। শ্রমিকদের স্বার্থে তহবিল উন্মুক্ত করেছে রাজ্য সরকার। সরকারের তরফে সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে একশো দিনের কাজের টাকা।

আরও পড়ুন – PM Kisan Yojana: কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 16th installment টাকা পাঠাবে কেন্দ্রী এই দিন

সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের ২১ লক্ষ মজদুরকে রাজ্য সরকার তাঁদের কাজের টাকা পাঠাবে যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার পাঠায়নি। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের টাকা চলে আসবে বলেই জানিয়েছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। কিন্তু টাকা আসলে জানা যাবে কিভাবে? How to check job card balance? তারও রয়েছে উপায়। এখন বাড়ি বসেই অনলাইনে একশো দিনের কাজের টাকা আসার আপডেট চেক করা সম্ভব। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ।

How to check job card balance Online

১) অনলাইনে ১০০ দিনের কাজের টাকা আসার আপডেট চেক করার জন্য শ্রমিকদের প্রথমেই ভিজিট করতে হবে (nrega.nic.in) ওয়েবসাইটে।
২) এরপর ওয়েবসাইট থেকে ‘Quick Access’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘State Reports’ অপশনে।

৩) এরপর সেখান থেকে ‘Transparency & Accountability’ অপশনটির অন্তর্গত থাকা ‘Job Cards’ অথবা ‘Muster roll’ অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর স্ক্রিনে ডিটেলস দেখতে পাবেন। শ্রমিকরা এখান থেকে চেক করে নিন একশো দিনের কাজের টাকা আসার ডিটেলস।

আরও পড়ুন – উচ্চমাধ্যমিক পাশে যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ। প্রতিমাসে বেতন ১৮,০০০ টাকা, Yuvashree Prakalpa Recruitment 2024

Prabir Biswas
Prabir Biswashttp://sakalerbarta.com
আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments