নিউজ ডেস্কঃ দেশ যত ডিজিটাল হচ্ছে ততই হ্যাকাররা নিজেদের পরিসরকে বিস্তার করছে।যে কোনও সময় হ্যাক হতে পারে আপনার সাধের স্মার্টফোন। তার জন্য অতি সতর্কতা জরুরি।বিশেষ কিছু লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কিনা।দেখে সেই লক্ষণগুলিঃ-
১) অত্যধিক ব্যাটারি খরচঃ-
খুব দ্রুত কি আপনার ফোনের চার্জ চলে যাচ্ছে? ফোন হ্যাক হয়ে থাকলে অনেকসময় এমনটা হয়।
২)ফোনে অজানা অ্যাপের উপস্থিতিঃ-
হঠাৎ আপনার ফোনে যদি এমন কোনও অ্যাপ দেখতে পান, যেটা আপনি ইনস্টল করেননি, তবে আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে আগেভাগে সতর্ক হয়ে যান।
৩) ফোনে অচেনা নম্বর থেকে ফোন বা এসএমএস আসলেঃ-
ফোন হ্যাক হলে অনেক সময়েই অচেনা নম্বর থেকে অত্যধিক ফোন এবং মেসেজ আসে, এমনটা হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
৪)ডেটা ব্যবহার বৃদ্ধিঃ-
আপনি ফোনে কিছু না করলেও যদি হঠাৎ আপনার ফোনে মাত্রাতিরিক্ত হারে ডেটা ব্যবহৃত হয়, তাহলেও ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
৫)হঠাৎ করেই ফোনের কোনও পরিবর্তনঃ-
হঠাৎ করেই আপনার ফোনে কি কোনও পরিবর্তন লক্ষণ করছেন, তবে আপনার ফোন হ্যাক হয়ে থাকার সম্ভাবনা রয়েছে।
৬)ফোন স্লো হয়ে যাওয়াঃ-
কোনও কারণ ছাড়াই হঠাৎ আপনার ফোন স্লো হয়ে গেলেও স্মার্টফোন হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে।
এই কয়েকটি বিষয়ে আপনি নিজে যদি সতর্ক থাকেন, তবে আপনার ডিভাইসও হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকবে।