HS Exam 2022:শনিবার থেকে শুরু উচ্চমাধ‍্যমিক।কি কি নিয়ম না মানলে অসুবিধা হবে দেখে নিন একঝলকে।

HS Exam 2022শনিবার থেকে শুরু উচ্চমাধ‍্যমিক।কি কি নিয়ম না মানলে অসুবিধা হবে দেখে নিন একঝলকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিউজ ডেস্কঃ করোনার জেরে ২০২০ সাল ও ২০২১ সালে উচ্চমাধ‍্যমিক পরিক্ষা স্থগিত হয়ে গিয়েছিল।তবে এবার আগামী ২ রা এপ্রিল(শনিবার)থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ‍্যমিক পরিক্ষা।এই পরিস্থিতিতে একাধিক নিয়ম মেনে চলতে হবে এই পরিক্ষায়।এক ঝলকে দেখে নিন সেই নিয়মগুলো-

১/ ২রা এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চমাধ‍্যমিক পরিক্ষা।

২/ ২ এপ্রিল থেকে ৫ ই এপ্রিল পর্যন্ত পরিক্ষা চলবে।এরপর উপ-নির্বাচনের জন‍্য পরিক্ষা স্থগিত হবে।এরপর আবার ১৬ এপ্রিল থেকে পরিক্ষা শুরু হয়ে চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

৩/উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে এডমিট ছাড়া পরিক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবেনা।

৪/এবার “হোম সেন্টারে” হবে উচ্চমাধ‍্যমিক পরিক্ষা।অর্থাৎ পড়ুয়ারা নিজের নিজের স্কুলে পরিক্ষা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ।

৫/করোনা পরিস্থিতিতে পরিক্ষা স্থগিত থাকায় এবার পরিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি।পাশাপাশি পরিক্ষাকেন্দ্রেরও সংখ্যা তিনগুন বেড়েছে।মোট ৬৭২৭ টি পরিক্ষাকেন্দ্রে পরিক্ষা হবে এবার।

৬/সমস্ত পরিক্ষাকেন্দ্রে পরিক্ষার দিনগুলোতে ১০০ মিটার অবধি ১৪৪ ধারা জারি থাকবে।

৭/অন‍্যান‍্য বারের মতো এবারও পরিক্ষাকেন্দ্রগুলোতে মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।