Aadhar mobile number link: বর্তমানে আধার কার্ড আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। এটি ছাড়া আমাদের অনেক কাজ এখন অসম্পূর্ণ।প্রতিটি ভারতীয় নাগরিকের প্রায় সমস্ত কাজের জন্যই প্রয়োজন হয় আধার কার্ড।আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে।এই আধার কার্ড নিজস্ব ফোন নম্বরের সাথে লিঙ্ক Aadhar mobile number link করানোর জন্যে কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরেই বলে আসছে।
এই মুহূর্তে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhar mobile number link ) থাকা অত্যন্ত জরুরি।অনেক গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই করা যায় এর মাধ্যমে। যদিও এই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে মানুষকে কেন্দ্রীয় অফিসগুলিতে দৌড়াতে হচ্ছিল।ফলে একদিকে যেমন মানুষের সময় নষ্ট হচ্ছিল অনেক, অন্যদিকে অনেক ঝামেলাও পোহাতে হয়েছে অনেককেই। এই সকল কারণের জন্য বহু মানুষ আধারের সাথে ফোন নম্বর লিঙ্ক করাননি।
তবে এখন ঘরে বসেই আধার কার্ড এর সাথে ফোন নম্বর আপডেট বা লিঙ্ক করতে পারবেন।বার বার ছুটতে হবে না স্থানীয় আধার অফিসে। এই কাজ সহজ করতে mAadhaar App লঞ্চ করেছে UIDAI। এই অ্যাপের সাহায্যে 35টিরও বেশি জরুরি কাজ করতে পারবেন ইউজারেরা।আধারের একগুচ্ছ বিশেষ পরিষেবার সুবিধা নিতে অ্যাপের নতুন ভার্সন অর্থাৎ mAadhaar App ডাউনলোড করতে হবে।
এই অ্যাপের মাধ্যমে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত Aadhar mobile number link করতে পারবেন।আবার অনেকে পুরনো সিম বাদ দিয়ে নতুন সিম ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে আধারের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক (Aadhar mobile number link ) করা নেই। সেক্ষেত্রেও আপনি ঘরে বসেই নতুন মোবাইল নম্বর লিঙ্ক (Aadhar mobile number link ) করতে পারবেন।আধারের সাথে আপনার ফোন নম্বর লিঙ্ক করতে, আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। এই স্টেপগুলি ফলো করে, আপনি সহজেই আধারের সাথে ফোন নম্বর লিঙ্ক বা ফোন নম্বর যুক্ত আছে কিনা জানতে পারবেন।
আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhar mobile number link) আছে কিনা জানবেন কীভাবে?
- ১)প্রথমে আপনার মোবাইলে mAadhaar অ্যাপটি ডাউনলোড করুন।
- ২) এর পরে আপনি একটি মোবাইল নম্বর দেবেন।এরপর ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে,সেটি দিয়ে অ্যাপটি ওপেন করতে হবে।
- ৩)এরপর অনেকগুলি অপশন আসবে, সেখান থেকে verify email/mobile ক্লিক করতে হবে।
- ৪)এরপর verify email idএবং verify mobile number অপশন আসবে।এবার verify mobile number ক্লিক করতে হবে।
- ৪)এবার সেখানে নিজের ১২ সংখ্যার আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ক্যাপচাটি লিখে verify ক্লিক করতে হবে।
- ৫)আপনার মোবাইল নম্বর যদি রেজিস্টার থাকে,তাহলে রেজিস্টার লেখা উঠবে।
আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত (Aadhar mobile number link) করবেন কীভাবে?
- ১)প্রথমে আপনার মোবাইলে mAadhaar অ্যাপটি ওপেন করুন।
- ২)এরপর Book and Appointment ক্লিক করতে হবে।
- ৩)সেখানে মোবাইল নম্বর লিখে ক্যপচাটি পুরন করে send OTP ক্লিক করতে হবে।
- ৪)এরপর মোবাইলে ছয় সংখ্যার একটি OTP আসবে।সেই OTP সংখ্যা বসিয়ে submit OTP & Proceed
ক্লিক করতে হবে। - ৫)এবার new enrolment এবং update aadhar অপশন আসবে।সেখান থেকেভupdate aadhar ক্লিক করতে হবে।
- ৬)এবার একটি নতুন পেজ খুলে যাবে।সেই পেজের নিচে মোবাইল নম্বরে টিক দিয়ে proceed ক্লিক করতে হবে।
- ৭)এরপর, যে নম্বরটি আপনি লিঙ্ক করতে চান বা আপডেট করতে চান তা লিখুন।
- ৮)এরপর একটি Captcha কোড পাবেন,সেটি দিয়ে এন্টার করুন।এরপর OTP অপশনে ক্লিক করে OTP দিয়ে verify OTP ক্লিক করুন।
- ৯)এরপর ডানদিকে Submit OTP and Proceed অপশনে ক্লিক করুন।
- ১০)এবার নতুন পেজে মোবাইল নম্বটি লিখা থাকবে এবং একটি বক্স থাকবে, সেই বক্স টিক দিয়ে submit ক্লিক করতে হবে।
- ১১)এরপর your appointment has submitted লিখা আসবে এবং একটি নম্বর দেওয়া থাকবে।সেখানে Book Appointment ক্লিক করতে হবে।
- ১২)এরপর Advance search গিয়ে নিজের জেলা, পোস্ট অফিস লিখে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
- ১৩)পরে নির্দিষ্ট তালিকাভুক্ত কেন্দ্রে গেলে ডিটেইলস চেক করার পরে আপনার নতুন ফোন নম্বর আপডেট হয়ে যাবে।