Indian Museum Recruitment: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে ফের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেল। কলকাতা জাদুঘরে রয়েছে কাজের সুযোগ। পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তের চাকরিপ্রার্থী তরুণ-তরুণী নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। তবে এই নিয়োগে আবেদন জানাতে পারবেন নির্দিষ্ট যোগ্যতার প্রার্থীরা। কোন পদে নিয়োগ, কারা এই নিয়োগে আবেদনযোগ্য, কবে পর্যন্ত আবেদন গ্রহণ চলবে, তা নিয়ে প্রশ্ন উঠছে চাকরিপ্রার্থীদের মধ্যে। তাই আজকের প্রতিবেদনে রইল সেই সকল প্রশ্নের উত্তর। কলকাতা জাদুঘরের নতুন নিয়োগে অংশ নিতে চাইলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
ভ্যাকেন্সি ডিটেলস (Indian Museum Recruitment Details)
Advertisement No. | Adv. No. 03/2024 |
নিয়োগকারী সংস্থা | National Council of Science Museums (NCSM) |
মোট শূন্যপদ | official Notification দেখুন |
আবেদনের শেষ তারিখ | 11.03.2024 |
পশ্চিমবঙ্গের খ্যাতনামা কলকাতা মিউজিয়ামের (National Council of Science Museums) তরফে অতি সম্প্রতি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে Office Assistant Gr. III এবং Technical Assistant- A (Civil) পদে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা হল ৬ টি। আবেদনরত প্রার্থীদের থাকতে হবে কিছু যোগ্যতা। কী কী? আসুন জেনে নেওয়া যাক সে বিষয়ে বিস্তারিত।
আরও চাকরির খবর – পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচুর শূন্যপদে ভলান্টিয়ার নিয়োগ। Para Legal Volunteers Recruitment 2024
Indian Museum Recruitment 2024 Educational Qualification
শিক্ষাগত যোগ্যতা: সকল প্রার্থীরা কলকাতা জাদুঘরের এই নতুন নিয়োগ (Kolkata Indian Museum Recruitment) প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এই নিয়োগে অংশ নিতে পারবেন এমন প্রার্থীরা যাঁদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশের যোগ্যতা রয়েছে। এর পাশাপাশি প্রার্থীদের ইংরেজি ও হিন্দি ভাষায় টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে টাইপিং সংক্রান্ত যে কোনো কোর্সের সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
Kolkata Indian Museum Recruitment Age Limit and Salary
বয়সসীমা: যে সকল প্রার্থীরা কলকাতা জাদুঘরের এই নতুন নিয়োগে আবেদন জানাতে চান, তাঁরা বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, নয়া নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বিস্তারিত জানতে পড়ে নিন অফিসিয়াল নোটিফিকেশন।
বেতন: যে সকল প্রার্থীরা কলকাতা মিউজিয়ামের চলতি নিয়োগে (Indian Museum Recruitment) যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। জানা যাচ্ছে, উক্ত শূন্যপদে নিযুক্ত হওয়া প্রার্থীরা প্রতিমাসে ১৯,৯০০/- টাকা বেতন পাবেন।
আরও চাকরির খবর – Panchayat Recruitment 2024: পঞ্চায়েতে প্রচুর শূণ্যপদে নিয়োগ শুরু। উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন জানানো যাবে
আবেদন জানাবেন কিভাবে?
- A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করতে হবে।
- (B) এরপর নোটিফিকেশনের সঙ্গে যুক্ত থাকা অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।
- (C) তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্থার দপ্তরে পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হল-
(National Council of Science Museums, 33 Block-GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700091)। - (D) আবেদন পাঠানোর পর কিছুদিন অবধি অপেক্ষা করবেন। অ্যাপ্লিকেশন গৃহীত হলে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হবে।
আবেদনমূল্য বা Application Fees
কলকাতা জাদুঘরের চলতি নিয়োগ প্রক্রিয়ায় মহিলা, শারীরিক প্রতিবন্ধী, তফশিলি জাতিভুক্ত প্রার্থীরা বাদে অন্যান্যদের এককালীন ৮৮৫ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনমূল্য জমা দিন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম-এর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদনের সময়সীমা শেষ তারিখ
Indian Museum Recruitment 2024 এই নিয়োগের আবেদন জানানো যাবে আগামী ১১ মার্চ ২০২৪-এর মধ্যে। এরপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। প্রার্থীরা অবশ্যই উল্লিখিত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা দেবেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন।