Madhyamik Result Download : আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই সামনে আসতে চলেছে মাধ্যমিক ২০২৩ এর ফলাফল। পর্ষদের তরফে বলা হয়েছে আগামী ১৯শে মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। সকাল দশটার সময় অফিসিয়াল ভাবে রেজাল্ট প্রকাশ (Madhyamik Result Download) করবেন তারা। প্রথমে সকাল দশটায় প্রেস কনফারেন্স এর মাধ্যমে টপার দে তালিকা প্রকাশ ও তারপরে বেলা বারোটার সময় থেকে ওয়েবসাইটে দেখা যাবে প্রত্যেকের রেজাল্ট।
এবং বিদ্যালয়ের গোলীয় দুপুর বারোটার পর থেকেই পর্ষদের অফিস থেকে হার্ট কপি রেজাল্ট (Madhyamik Result Download) সংগ্রহ করতে পারবে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে, এবছর ছাত্র-ছাত্রীরা “www.wbbse.wb.gov.in“,“http://wbresults.nic.in” এই দুটি ওয়েবসাইটে প্রতিবছরের মতো এ বছরও তাদের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও আরো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট গুলি থেকে তারা তাদের রেজাল্ট জানতে পারবে।
এবছর মাধ্যমিকের রেজাল্ট টুটাল 15 টি ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং প্রত্যেকটি ওয়েবসাইটই মধ্যশিক্ষা পর্ষদের অনুমতি প্রাপ্ত। তবে এবারও প্রতিবারের ন্যায়, কিছু ওয়েবসাইট থেকে আম্পনি জানতে পারবেন, কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন টা দেখতে পারবেন অনলাইনে। তাই কিছু ওয়েবসাইট থেকে চাইলে সেই মাধ্যমিকের রেজাল্ট -এর নম্বরের তালিকা Download করতে পারবেন PDF আকারে।
আরও পড়ুন – সবার আগে মাধ্যমিক রেজাল্ট পেতে, আজই এই ৪ টি অ্যাপ মোবাইলে ইন্সটল করুন। Madhyamik Result 2023.
১৫ টি ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখুন। Madhyamik Result Download 2023.
- www.wbbse.wb.gov.in
- http://wbresults.nic.in
- www.exametc.com
- http://bengali.abplive.com
- www.anandabazar.com
- www.sangbadpratidin.in
- https://bengali.news18.com/
- bangla.hindustantimes.com
- www.indiaresults.com
- www.results.shiksha
- www.schools9.com
- www.jagranjosh.com
- www.vidyavision.com
- www.fastresult.in
- http://www.indiatoday.in/
উপরিক্ত ওয়েবসাইট গুলির মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে, মাধ্যমিক রেজাল্ট (Madhyamik Result Download) অনলাইন চেক অপশনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং Date of Birth দিয়ে আপনার মাধ্যমিকের রেজাল্ট অনলাইনের (Madhyamik Result Download) মাধ্যমে চেক করতে পারবেন। তবে এটি আপনি উনিশে মে দুপুর বারোটার পর থেকে করতে পারবেন। সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। তোমাদের প্রত্যেকের রেজাল্ট অনেক ভালো হোক, এবং তোমরা অনেক দূর এগিয়ে যাও এই শুভকামনা রইল।
আরও পড়ুন – মাধ্যমিক পাস করলেই ২৪ হাজার টাকা পাবেন! কিভাবে পাবেন বিস্তারিত জানুন