PMAY CLSS Scheme – নিজের মাথা গোজার জন্য একটা স্থায়ী বাসস্থান সকলেরই থাকা প্রয়োজন। সেখানে বসে যাতে দিন শেষে সারাদিনের ক্লান্তি দূর করা যায়। কিন্তু নিজের একটা যথাযোগ্য বাসস্থান সবার পক্ষে বানানো সম্ভব হয়ে উঠে না। কারন একটা বাড়ি বানাতে গেলে তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকার প্রয়োজন হয়। নিজের পছন্দ মত স্বপ্নের বাড়ি বানাতে চায় অনেকেই, কিন্তু আর্থিক সমস্যা বাড়ি তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায়। আপনিও নতুন বাড়ি তৈরি করার কথা ভাবছেন কি? কিন্তু আর্থিক কারনে বাড়ি তৈরি করতে পারছেন না।
তাহলে এবার আপনার দুশ্চিন্তার দিন শেষ হতে চলেছে। কারন এবার বাড়ি তৈরির জন্য হোম লোন (Home Loan) দেবে কেন্দ্র সরকার। দেশের সকল নাগরিকদের বাড়ি তৈরির হোম লোনের জন্য কেন্দ্র এক নতুন প্রকল্প বা PMAY CLSS Scheme নিয়ে আসতে চলেছে। কেন্দ্রের তরফ থেকে নতুন যে প্রকল্প আনা হচ্ছে, তাতে ৯ লক্ষ টাকা ঋণ হিসাবে দেওয়া হবে। শুধু টাকা নয়, এর পাশাপাশি ভর্তুকিও পাওয়া যাবে। চলুন এই ব্যাপারে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
যারা টাকার অভাবে বাড়ি করতে পারছেন না, তারা PMAY CLSS Scheme প্রকল্পের আওতায় বাড়ি তৈরি করার জন্য ঋণ নিতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে এক সাথে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে অনেকেই নিজেদের শখ পূরণ করে নিজের বাড়ি বানাতে পারবেন।
PMAY CLSS Scheme আওতায় কত টাকা ঋণ এবং ভর্তুকি দেওয়া হবে?
কেন্দ্রের তরফ থেকে আনা এই নতুন PMAY CLSS Scheme প্রকল্পে ৯ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। আর এই প্রকল্পের আওতায় ঠিক কত টাকা ভর্তুকি দেওয়া হবে সে সম্পর্কে এখনো স্পষ্ট ভাবে কিছু জানা না গেলেও মনে করা হচ্ছে ৩ থেকে ৬.৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হতে পারে। তবে এই ভর্তুকির পরিমাণ নির্ভর করছে কত মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করছেন তার উপর। এক্ষেত্রে ২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার নিচে হোম লোনের (PMAY Home Loan) ক্ষেত্রেও ভর্তুকি মিলতে পারে।
এই প্রকল্প কবে থেকে চালু হবে?
কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত এই প্রকল্প সম্পর্কে কোনো রকম রূপরেখার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও মনে করা হচ্ছে এক দুই মাসের মধ্যেই বা দীপাবলীর সময় এই প্রকল্পের ঘোষণা হতে পারে। কেন্দ্রের তরফে ২৫ লক্ষ মানুষকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। PMAY CLSS Scheme প্রকল্পের জন্য কেন্দ্রের তরফ থেকে ৬০ হাজার কোটি টাকা খরচ করা হবে। সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্প আগামী পাঁচ বছরের জন্য চালানো হবে।
এই মুহূর্তে যারা হোম লোন নিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন তাদের আর কিছুদিন অপেক্ষা করাই ভালো হবে। কারন আর কিছুদিনের মধ্যেই কেন্দ্রের PMAY CLSS Scheme চালু হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে ঋণ নিয়ে অনেকেই নিজেদের শখ পূরণ করতে পারবেন।
আরও পড়ুন – Free Ration বা বিনামূল্যে রেশন নিয়ে আবারও সুখবর দিল কেন্দ্রের মোদি সরকার।