PMMVY – কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই দেশের মানুষদের সাহায্য করার লক্ষ্যে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন। এই সকল প্রকল্পগুলির লক্ষ্যই হল জনগণকে যথাসম্ভব আর্থিক সাহায্য করা। আমরা সকলে জানি বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলার মহিলাদের জন্য। এবার কেন্দ্র সরকার দেশের অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PMMVY) নিয়ে এসেছে। এই যোজনার অধীনে অন্তঃসত্ত্বা মহিলাদের টাকা দেওয়া হয়। এই প্রকল্প সমন্ধে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PMMVY) কি?
PMMVY প্রকল্পটি কেন্দ্রের নারী ও শিশুকল্যান মন্ত্রকের অধীনে চালু করা হয়েছে। অন্তঃসত্ত্বা মহিলাদের স্বাস্থ্যের উন্নতির কথা ভেবে এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। অন্তঃসত্ত্বা অবস্থায় নারীদের সবচেয়ে বেশি যত্ন এবং ভালো মানের পুষ্টিকর খাদ্য প্রয়োজন। তাই এই প্রকল্পের মাধ্যমে অন্তঃসত্ত্বা মহিলাদের আর্থিক সাহায্য করা হয়, তাদের অপুষ্টির হাত থেকে বাঁচানোর জন্য। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গর্ভবতী মায়ের স্বাস্থ্যর জন্য আর্থিক সহায়তা এবং সদ্যোজাতের সুস্থতা।
PMMVY প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
১) দেশের সব রাজ্যের গর্ভবর্তী মহিলারা আবেদন করতে পারবেন।
২) গর্ভবতী মহিলাদের পাশাপাশি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন, সেই সব মহিলারাও এখানে আবেদন করতে পারবেন।৩) তবে শুধুমাত্র প্রথমবার গর্ভবতী হলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।
আরও পড়ুন – Toto rickshaw – বন্ধ হচ্ছে টোটো! টোটো চালকদের দাদাগিরি শেষ করতে কড়া সিদ্ধান্ত পরিবহণ মন্ত্রীর।
এই প্রকল্পের অধীনে কত টাকা পাওয়া যাবে ?
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার (PMMVY) অধীনে গর্ভবতী মহিলারা মোট ৬৪০০ টাকা পান। প্রথম কিস্তিতে ১০০০ টাকা দেওয়া হয়, দ্বিতীয় কিস্তিতে ২০০০ টাকা দেওয়া হয়, শেষ কিস্তিতে বাকি টাকা অর্থাৎ ৩৪০০ টাকা দেওয়া হয়। তবে শেষ কিস্তির ৩৪০০ টাকা শুধুমাত্র গ্রামীণ মহিলাদের দেওয়া হয়। শহরে বসবাসকারী মহিলাদের ৩০০০ টাকা দেওয়া হয়। শেষ কিস্তির টাকাটা সাধারণত সন্তান জন্মের পরে দেওয়া হয়।
আরও পড়ুন – Duare Saree Scheme – বাংলায় ‘দুয়ারে শাড়ি” কর্মসূচি চালু হচ্ছে! পুজোর আগে সবাইকে পোশাক দেবে সরকার
এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে ?
PMMVY প্রকল্পে আবেদন করতে হলে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে গর্ভবতী মহিলাদের আবেদন করতে হবে। এই প্রকল্পে আবেদনের জন্য গর্ভবতী মহিলা বা সদ্যোজাত সন্তানের মায়ের আধার কার্ড আবশ্যক। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। এই ডকুমেন্টস গুলি লাগবে আবেদনের সময়।
- ১) আধার/ভোটার কার্ডের জেরক্স।
- ২) আবেদনকারীর ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
- ৩) আবেদনকারীর স্বামীর আধার কার্ডের জেরক্স।
- ৪) আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- ৫) সন্তান জন্মালে তার শংসাপত্র।