মাধ্যমিক পাশে রেলে টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ, ২৭/১২/২০২৩ আবেদনের শেষ তারিখ।

মাধ্যমিক পাশে করে কোন চাকরির খোঁজ করছেন কি? তবে আজ আমরা আপনার জন্য বিরাট বড় এক খুশির খবর নিয়ে চলে এসেছি। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতে ভারতীয় রেলে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। পূর্ব রেলের তরফে ইতিমধ্যে নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় TC পদে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই চাকরি করার বিশেষ সুবিধা হল যে যত বেশি কাজ করবেন তার বেতন ও তত বেশি হবে। অর্থাৎ উপার্জন করার সুযোগ আপনি পাবেন বেশি। বয়স,বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এই পদে আবেদন করতে ইচ্ছুক চাকরি প্রার্থীরা আর দেরি না করে বিস্তারিত খুঁটিনাটি জেনে নিন।

টিকিট কালেক্টর (TC) পদে কর্মী নিয়োগ

নিয়োগকারী সংস্থা – ভারতীয় পূর্ব রেলওয়ে
পদের নাম – রেলওয়ে টিকিট কালেক্টর তথা Halt Contactor কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা – শুধুমাত্র মাধ্যমিক পাশ
বয়সসীমা – বয়স ১৮ বছরের বেশি হলেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – এই কর্মী নিয়োগ -এর ক্ষেত্রে কমিশনের ভিত্তিতে বেতন দেওয়া হবে। তবে কমকরে প্রতি মাসে ২০,০০০ /-টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

আরও পড়ুন – UCO Bank Jobs – UCO ব্যাংকে অসংখ্য শুন্যপদে কর্মী নিয়োগ, অফলাইনে আবেদন করুন।

আবেদন করুন এই পদ্ধতিতে

উল্লেখিত পদে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার পদ্ধতিটি হল-
১) অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে।
২) আবেদনপত্রটি পূরণ করে একটি বায়োডাটা তৈরি করতে হবে।
২) আবেদনপত্রের উপরে একটি পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করতে হবে।
৩) এরপর সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
৪) সবশেষে সবকিছু একটি খামে ভরে সংশ্লিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠালেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা

The Office Of Sr. Divisional Commercial Manager,
Eastern Railway, Asansol (Commercial Section), DRM Office, Eastem Railway, Asansol,

আরও পড়ুন – Haldia Job Vacancy : অষ্টম শ্রেণী পাশে হলদিয়া শিল্পাঞ্চলে কর্মী নিয়োগ কিভাবে আবেদন করবেন জানুন।

আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটwww.er.indianrailways.gov.in
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন শুরু  তারিখ১২ ডিসেম্বর, ২০২৩
আবেদন শেষ তারিখ২৭ ডিসেম্বর, ২০২৪

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.