Ration Card Benefits – সুখবর! মাথাপিছু ৫ কেজি চাল পাবেন, দেখুন মে মাসে রেশনে কোন কার্ডে কি পাবেন।

মে মাসে আপনি পেতে চলেছেন বেশ কিছু এক্সট্রা রেশন ! প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে তাদের রেশন কার্ড (Ration Card Benefits) একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এই রেশন কার্ড বর্তমানে এক নথিও বটে। তবে এই রেশন কার্ড থাকলে আপনি খুব সহজেই সরকারের তরফে বিনামূল্যে বিভিন্ন খাদ্যশস্য পেয়ে থাকেন। যা আপনার সংসারে সাহায্য প্রদান করে। এছাড়া বর্তমানে বহু ধরনের রেশন কার্ড রয়েছে যার প্রত্যেকটির খাদ্যশস্যের পরিমাণ আলাদা আলাদা। এবং বেশ কিছু খাদ্যশস্য বেশ কিছু কার্ডের ফ্রিতে (Free Ration Card Benefits) পাওয়া যায় আবার কিছু কার্ডের জন্য তা মূল্য দিয়ে কিনে নিতে হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চলতি মে মাসের রেশন বিতরণ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তবে এই মাসের রেশনে (Ration Card Benefits) আপনি পেতে চলেছেন বেশ কিছু এক্সট্রা জিনিসপত্র। তবে সেগুলি পাবেন প্রত্যেকে আলাদা আলাদা রকম কার্ড (Ration Card Benefits) বিশেষে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে যথা:

  • AAY বা অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড।
  • PHH বা অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড।
  • SPHH বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড।
  • RKSY1 রেশনকার্ড,RKSY2 রেশনকার্ড।

প্রত্যেকটি কার্ড (Ration Card Benefits) পিছু, আপনি কি কি পেতে চলেছেন মে মাসে।

  • AAY কার্ড : এই কার্ডকে অন্ত্যোদয় অন্নযোজনা রেশন কার্ডও বলা হয়ে থাকে। এই কার্ড আপনার থাকলে আপনি পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম পরিমাণ গম অথবা আটা এই দুটি পাবেন পুরোপুরি বিনামূল্যে। এর সাথে আপনি পাবেন ১৩ টাকা ৫০ পয়সা ধরে এক কেজি চিনি। এই চিনিটি কেনা বাধ্যতামূলক।
  • PHH কার্ড : এই ধরনের রেশন কার্ড (Ration Card Benefits) বরাবরই বিশেষভাবে অগ্রধিকার পেয়ে থাকে। এবারেও তার অন্যথা করা হয়নি। এই কার্ড থাকলে আপনি কার্ড পিছু তিন কেজি পরিমাণে চাল এবং দু কেজি পরিমাণে কম অথবা এক কেজি ৩০০ গ্রাম পরিমাণে আটা প্রদান করা হবে। পুরোটিই থাকবে বিনামূল্যে।

আরও পড়ুন – গল্প না সত্যি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! ভাবছেন কি ভাবে ? জানুন প্রক্রিয়া।

  • RKSY1 কার্ড: এটি বর্তমানে বাজারে থাকা সব থেকে সাধারণ একটি রেশন কার্ড। এই কার্ড থাকলে শুধুমাত্র মাথাপিছু আপনি ৫ কেজি পরিমাণে চাল পাবেন এ ছাড়া কোন রকম গম বা আটা পাওয়া যাবে না। কিন্তু এই চাল আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এর জন্য আপনাকে কোন রকম মূল্য দিতে হবে না দোকানদারকে।
  • RKSY2 কার্ড : এই ধরনের রেশন কার্ড (Ration Card Benefits) বর্তমানের বাজারে খুব সাধারণ একটি রেশন কার্ড। এই কার্ড থাকলে আপনি বর্তমানে শুধুমাত্র মাথাপিছু দু কেজি পরিমাণে চাল পেতে পারেন। এছাড়া আপনি অন্য কোন কিছু যেমন আটা গম্  চিনি পাবেন না।

আরও পড়ুন – বাজার থেকে উঠিয়ে নিল ৫ টাকার কয়েন RBI? কারণ জানলে অবাক হবেন।