কার্ড জালিয়াতি রুখতে RBI এর নতুন পদক্ষেপ,ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই ATM থেকে তুলতে পারবেন টাকা,

Advertisement

rbi rules withdraw cash from atm without debit credit card launches new method

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিউজ ডেস্কঃ নিরাপত্তার কথা মাথায় রেখে RBI কয়েকদিন আগেই একটি নতুন নিয়ম ঘোষণা করেছে। এবার থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন।ক্রমাগত বাড়তে থাকা সাইবার অ্যাটাক এবং কার্ড ক্লোনিংয়ের ঘটনা রুখতে এই নতুন পদক্ষেপ নিয়েছে। এরফলে কার্ড স্কিমিংয়ের সম্ভাবনাও বহুলাংশে কমে যাবে। এক্ষেত্রে UPI-এর মাধ্যমে প্রমাণীকৃত হয়ে যে কোনও ব্যাঙ্কের ATM মেশিন থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। মূলত কার্ড জালিয়াতি রুখতে RBI এর নতুন পদক্ষেপ।

Advertisement

RBI-এর ডেপুটি গভর্নর রবি শঙ্কর এই নতুন পদক্ষেপ প্রসঙ্গে বলেছেন কার্ড স্কিমিং এড়াতে আমরা কার্ড-লেস টাকা উইথড্র করার পন্থা প্রবর্তন করছি। এক্ষেত্রে UPI-এর মাধ্যমে প্রমাণীকরণ হবে এবং যে কোনো ব্যাঙ্কের ATM, থার্ড পার্টি ATM অথবা হোয়াইট লেভেল ATM থেকে টাকা তোলা যেতে পারে। তিনি জানিয়েছেন বর্তমানে আমরা কাজ করছি সিস্টেম পরিবর্তন এবং নির্দেশাবলীর উপর।তবে এই নয়া উইথড্র পদ্ধতি আনার ফলে ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারের নিয়মে খুব একটা বেশি পরিবর্তন আনা হবে না।ব্যাঙ্কের গ্রাহকেরা এখনও তাদের কার্ড ব্যবহার করে টাকা তুলতে সক্ষম হবেন। এই বিষয়ে RBI গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, আমরা ক্রেডিট/ডেবিট কার্ড ইস্যু করা বন্ধ করব না।

Advertisement

নতুন কার্ড-লেস ক্যাশ উইথড্র কীভাবে করবেন জেনে নিনঃ-

১)কার্ড ছাড়া টাকা তোলার জন্য প্রথমেই আপনার একটি UPI আইডি লাগবে৷ কারণ UPI -এর মাধ্যমে প্রমাণীকৃত হবে এই লেনদেন।

২) নিকটবর্তী ATM-এ যাওয়ার পর, স্ক্রিনে দেওয়া “Cashless withdrawal” বিকল্পটি নির্বাচন করতে হবে।

৩) এরপর ATM স্ক্রিনে একটি QR কোড দেখা যাবে, UPI অ্যাপে গিয়ে স্ক্যান করতে হবে এই কোড।

৪) তারপর ব্যবহারকারীকে তার UPI পিন এন্টার করতে হবে।এরপর নির্ধারিত পরিমাণ টাকা বেরিয়ে আসবে ATM মেশিন থেকে।

এই নতুন কার্ড-লেস টাকা তোলার কী কী সুবিধাঃ-

১) কার্ডবিহীন মানি উইথড্র ব্যবহার করলে ব্যবহারকারীকে সবসময় ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করতে হবে না।

২)পাশাপাশি কার্ডের উপর মানুষের নির্ভরতা অনেকটা কমবে।

৩)এই নতুন পরিষেবার জন্য কার্ড স্কিমিংয়ের ঝুঁকি অনেকটাই হ্রাস পাবে। ফলে ব্যাঙ্ক কার্ড হোল্ডারদের আর ATM কার্ড স্কিম এবং ক্লোন হওয়া নিয়ে চিন্তা করতে হবে না।

এক্ষেত্রে কার্ড ছাড়া টাকা তোলার জন্য আপনার কাছে নিবন্ধিত মোবাইল নম্বর এবং UPI আইডি সহ একটি স্মার্টফোন থাকা দরকার।কার্ড-লেস ক্যাশ উইথড্র পদ্ধতিটি ইতিমধ্যেই ICICI এবং SBI ব্যাঙ্কের কাছে উপলব্ধ৷ তবে অন্যান্য ব্যাঙ্কগুলিও রোলআউট করবে এবং থার্ড-পার্টি ATM-এ কাজ করবে এই পদ্ধতি।

Advertisement
About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.