ভারতে 7,000 টাকার বাজেটে আসছে সম্ভা Xiaomi ফোন Redmi 10A, আগামী 20 এপ্রিল লঞ্চ হবে

Advertisement

redmi 10a with a waterdrop notch display to launch in india

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিউজ ডেস্কঃ সম্প্রতি Xiaomi ঘোষণা করেছে যে কোম্পানি ভারতের ফ্ল্যাগশিপ মোবাইল বাজারে Xiaomi 12 Pro 5G ফোন দেশে লঞ্চ করবে 27 এপ্রিল। যা আনা হবে প্রিমিয়াম ক্যাটাগরির Snapdragon 8 Gen 1 চিপসেটের সাথে।এই ফোনের সাথেই ভারতের বাজারে এন্ট্রি করতে পারে Xiaomi 12 এবং Xiaomi 12X ফোন।এছাড়াও Xlaomi সাবব্র্যান্ড রেডমি আগামী 20 এপ্রিল ভারতে Redmi 10A স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।

Advertisement

Redmi 10A স্মার্টফোন ইন্ডিয়ায় কবে লঞ্চ হবেঃ-

Advertisement

Redmi ইন্ডিয়া তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তার নতুন মোবাইল ফোনের লঞ্চ নিয়ে টিজ করা শুরু করেছে। তবে কোম্পানি তার প্রোডাক্ট লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী রেডমি ব্র্যান্ডের এই আপকামিং স্মার্টফোন Redmi 10A ভারতীয় বাজারে লঞ্চ করা হবে 20 এপ্রিল।এই সস্তা ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন কি রয়েছে দেখে নিন।

Redmi 10A ফোনের দামঃ-

চিনে গত মাসে লঞ্চ করা হয়েছে Redmi 10A স্মার্টফোনটি। চিনা বাজারে এই ফোনটির তিনটি ভ্যারিয়্যান্ট ছিল যার মধ্যে রয়েছে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ। ভারতীয় দাম অনুসারে এই তিনটি ভ্যারিয়্যান্টের দাম হবে যথাক্রমে 7,750 টাকা, 9,500 টাকা এবং 10,500 টাকার কাছাকাছি।এই চিনা দাম দেখে অনুমান করা হচ্ছে এই Redmi 10A ফোনটি ভারতে লঞ্চ হতে পারে 7 হাজার টাকার বাজেটে।

Redmi 10A ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনঃ-

এই Redmi 10A ফোন 29:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে আসে যা 1600x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.53 ইঞ্চি HD + LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে।এই ফোন Android 11 ভিত্তিক MIUI 125-এ চলে, যেখানে রয়েছে MediaTek Hello G25 চিপসেট।গ্রাফিক্সের জন্য এই Redmi ফোনটি PowerVR8320 GPU সাপোর্ট করে।Redmi 10A এর পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

এটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে।সিকিউরিটির জন্য ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।এই ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য সাপোর্ট করে 5,000mAh ব্যাটারি।চিনে এই ফোনটি কালো, নীল এবং সিলভার রঙে লঞ্চ করা হয়েছিল।ভারতেও এই ফোনটির একই স্পেসিফিকেশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.