SBI Bank Account – গ্রাহক স্বার্থে একের পর এক নয়া পরিষেবা নিয়ে আসছে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাধারণত দেশ জুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সংখ্যা প্রচুর। ফলে ব্যাংকের তরফে নয়া প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ধরনের পরিষেবা চালু করলে আদতে গ্রাহকরা উপকৃত হবেন। একদিকে যেমন গ্রাহকেরা সুবিধা পাবেন, ঠিক অন্যদিকে ব্যাংকের শাখায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না গ্রাহকদের।
পাশাপাশি, ব্যাংকের উপরে অতিরিক্ত চাপের সমস্যাও কমে যাবে। অনলাইন প্রযুক্তির ফলে বহু ব্যাংকিং সার্ভিস (Banking Service Done by Smartphone) এই মুহূর্তে ঘরে বসে হাতের স্মার্টফোন থেকেই করে ফেলা যায়। এবার যে নতুন পরিষেবাটি দিতে চলেছে SBI তা হল UPI- এর মাধ্যমে ডিজিটাল কারেন্সির লেনদেন করা যাবে। এস বি আই এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এসবিআই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ই রুপির Digital Currency Transaction করতে পারবেন।
SBI Bank Account Central Bank Digital Currency.
আরো বেশি সুবিধা এবং অ্যাক্সেস দেওয়ার জন্যই এই পদক্ষেপ। কোনো সমস্যা ছাড়াই UPI QR Code Scan করে পেমেন্ট করা যাবে। SBI- এর তরফে ডিজিটাল ই রুপি প্রজেক্ট গত বছরের ডিসেম্বরে চালু করা হয়। সেটাকেই এবার ইউপিআই এর সঙ্গে জুড়ে দিয়ে পেমেন্ট সিস্টেমকে আরো সহজ করে দেবে। ডিজিটাল পেমেন্ট সিস্টেমে পরিবর্তন আনাই হল এসবিআই এর মূল লক্ষ্য।
ডিজিটাল রুপিকে Central Bank Digital Currency বা CBDC বলা হয়ে থাকে। এর ফলে ডিজিটাল কারেন্সিতে পেমেন্ট সহজ হয়ে যাবে। এর আগে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাংকও এই সিস্টেম চালু করেছে। RBI- এর পক্ষ থেকে এই ডিজিটাল মুদ্রা জারি করা হয়েছে। ডিজিটাল রুপি হল নোট বা কয়েনের ডিজিটাল রূপ। ওয়ালেটে ই রুপি রেজিস্টার্ড করলে পেমেন্ট করা যাবে। তবে তার জন্য E-Rupee ওয়ালেটে টাকা আপলোড করতে হবে।
দেশের মোবাইল ভিত্তিক পেমেন্ট সিস্টেম UPI- এর মাধ্যমে ভার্চুয়ালি যেকোনো সময় পেমেন্ট করা যায়। বর্তমানে খুচরো লেনদেনে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম যথেষ্ট জনপ্রিয় হয়েছে। আর ইউ পি আই এর মাধ্যমে ডিজিটাল মুদ্রা লেনদেন আরো সহজ হয়ে গেল। এসবিআই এর গ্রাহকেরা SBI অ্যাপের হোমপেজে গিয়ে লোড অপশনে ক্লিক করে লিংক করা অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের জন্য পদ্ধতি পেয়ে যাবেন। আর গ্রাহকদের এই বিকল্প আপলোড হয়ে গেলে ইউপিআই এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে।
আরও পড়ুন – Electricity Bill – অবশেষে বিদ্যুৎ বিল নিয়ে স্বস্তির খবর! কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী