SBI Fixed Deposit : ভারতবর্ষের অন্য ব্যাংকগুলি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল একটি জনপ্রিয় ব্যাংক। এই ব্যাংকের গ্রাহক সংখ্যা বহু তাই ব্যাঙ্ক কর্তৃপক্ষ যদি কোনো নিয়মের পরিবর্তন ঘোষণা করে তবে তা বহু সংখ্যক মানুষের উপরই তার প্রভাব পড়ে এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাদের গ্রাহকদের জন্য ফিক্স ডিপোজিট স্কিমের সুদের বদল আনতে চলেছে।
স্টেট ব্যাংক তার ব্যাংকে রাকা ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার পরিবর্তন করেছে। তবে এই সুদের হার পরিবর্তনের ফলে গ্রাহকরা অনেক বেশি টাকা হাতে পাবেন। স্টেট ব্যাংকে দুই কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করা হয়েছে। গত ২৭শে ডিসেম্বর ২০২৩ থেকে এই সুদের হার পরিবর্তনের নিয়মটি কার্যকর হয়েছে। ১ বছর থেকে ২ বছরের কম, ২ বছর থেকে ৩ বছরের কম, ৩ বছর থেকে ৫ বছরের কম, ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত, সব ক্ষেত্রেই স্টেটে ব্যাংকের সুদের হার বাড়ানো হয়েছে। সুদের হারের বৃদ্ধি এবং এর ফলে গ্রাহকরা কতটা লাভবান হবেন এক নজরে তা দেখে নেওয়া যাক।
SBI Fixed Deposit -এর নতুন সুদের হার।
১) ৭ থেকে ৪৫ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন গ্ৰাহকরা। এই নির্দিষ্ট সময়ের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৩.৫০ শতাংশ হারে।
২) ৪৬ থেকে ১৭০ দিনের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হয়েছে ২৫ বেসিস পয়েন্ট। এই সময়ের ফিক্স ডিপোজিটে সুদের পরিমাণও রয়েছে ৪.৭৫ শতাংশ।
৩) এরপর ২১০ দিনের ফিক্সড এর ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হয়েছে ৫০ বেসিস পয়েন্ট, এক্ষেত্রে সুদের পরিমাণ হল ৫.৭৫ শতাংশ।
৪) স্টেট ব্যাংকে ২১১ দিন থেকে ১ বছর এবং ১ বছর থেকে ৩ বছরের জন্য যে ফিক্সড ডিপোজিট এর ব্যবস্থা আছে সেখানে গ্রাহকরা ২৫ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। এই সুদের হার হল ৬%।
৫) ১ বছর থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৬.৮০%।
৬) ২’বছর থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৭ শতাংশ।
৭) ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাবে ৬.৭৫ শতাংশ। এই সময়ের জন্য সুদের হার বৃদ্ধি করা হয়েছে ২৫ বেসিস পয়েন্ট।
৮) ৫ বছর থেকে ১০ বছরের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৬.৫০% হারে। অন্যদিকে যারা সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা জমা রাখেন তারা অন্যান্যদের থেকে আরও ৫০ বেশি পয়েন্ট বেশি সুদ পাবেন।
৯) আবার প্রবীণ নাগরিকরা স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সর্বনিম্ন সুদ পাবেন ৪ %। আর সর্বোচ্চ সুদের হার হল ৭.৫০ শতাংশ।