Train Cancelled : আজ শিয়ালদহ শাখায় ১৬টি লোকাল ট্রেন বাতিল! দেখে নিন পুরো তালিকা

Advertisement

Train Cancelled – সপ্তাহান্তে শিয়ালদা উত্তরে ট্রেন বাতিল এখন এক রুটিন হয়ে উঠেছে। রেললাইনের কাজ, রেললাইনের কাজ, রক্ষণাবেক্ষণের কাজগুলি কারণের মধ্যেই কোপ পড়ে লোকাল ট্রেনে। বন্ধ হয়ে যায় একাধিক গাড়ি। এর জেরে নিত্যযাত্রীরা বেশ দুর্ভোগের মুখে পড়েন। আগামীকাল, শনিবারও বাতিল একগুচ্ছ লোকাল (Local Train Cancelled) কিছু কিছু উত্তরাঞ্চলের আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেলে তরফে খবর, বাদকুল্লা ও কৃষ্ণনগর তার মাঝখানে রেলগেট জায়গায় সাবওয়ে তৈরি করা হচ্ছে। আবার বেথুয়াডহরি ও দেবগ্রাম স্টেশনের মাঝেও একটি সাবওয়ে ওয়ার্কিং হচ্ছে। সেই কারণেই নিরাপত্তাজনিত কারণে শনিবার ১০ ঘণ্টা ব্লক রাখা হবে। রানাঘাট-লালগোলা সক্রাইটেল লাইনের কাজ হবে। সেই কারণে আগামীকাল, শনিবার সকাল ৯টা মিনিট সন্ধ্যা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত ও ১৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুন – মাধ্যমিক পাশে রেলে টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ, ২৭/১২/২০২৩ আবেদনের শেষ তারিখ।

১৬টি লোকাল ট্রেন বাতিল (Train Cancelled)

Advertisement

শনিবার যেগুলি বাতিল, সেগুলি হল-
১) ৩১৮১৯ আপ শালিয়াদ-কৃষ্ণনগর লোকাল
২) ৩১৮২২ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
৩) ০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা লোকাল
৪) ০৩১৯৪ ডাউন লালগোলা-কলকাতা লোকাল
৫) ৩১৭৭৩ আপ রানাঘাট-লালগোলা লোকাল
৬) ৩১৭৬৯ আপ রানাঘাট-লালগোলা লোকাল
৭) ৩১৭৭১ আপ রানাঘাট-লালগোলা লোকাল

Advertisement

৮) ৩১৭৬৮ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল
৯) ৩১৭৭০ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল
১০) ৩১৭৭৪ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল
১১) ৩১৮৬১ আপ কৃষ্ণ নগর-লালগোলা লোকাল
১২) ৩১৮৬৪ ডাউন লালগোলা-কৃষ্ণনগর লোকাল
১৩) ০৩১১৫ আপ শালিয়াহ-লালগোলা লোকাল
১৫) ০৩১৮৩ আপ শালিয়াহ-লালগোলা লোকাল
১৬) ০৩১৯৬ ডাউন লালগোলাশিয়ালদহ লোকাল
১৭) ০৩১৯০ ডাউন লালগোলাশিয়ালদহ লোকাল

শুধু ট্রেন বাতিলই (Train Cancelled) নয়, শনিবার যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের। রেল সূত্রে খবর, ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর লোকাল রানাঘাট স্টেশন পর্যন্ত চলবে। ৩১৮২১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল বাদকুল্লা স্টেশন পর্যন্ত চলবে। ৩১৮২৪ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল ওদিন বাদকুল্লা স্টেশন থেকে ছাড়বে।

সেই শনিবার একইভাবে ৩১৮২৫, ৩১৮২৭, ৩১৮২৯, ৩১৮৩১, ৩১৮৩৩, ৩১৮০১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকালগুলিও কৃষ্ণনগরের পরিবর্তে বাদকুল্লা স্টেশন পর্যন্ত যাবে। আবার, এদিন ৩১৮২৮, ৩১৮৩০, ৩১৮৩২, ৩১৮৩৪, ৩১৮৩৬ ও ৩১৮৩৮ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদহ লোকালগুলিও কৃষ্ণনগরের পরিবর্তে ছাড়বে বাদকুল্লা স্টেশন থেকে।

আরও পড়ুন – এই সমস্ত স্কুলে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র হবে না, WBBSE বা মধ্যশিক্ষা পর্ষদের বড়ো ঘোষণা।

Advertisement
About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.