Aadhaar Update – বর্তমানে আধার কার্ড (Adhaar Card) সকল দেশবাসীর জন্য সবচেয়ে বড় পরিচয়পত্র। এই আধার কার্ডই একজন নাগরিকত্বের প্রমাণ। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্কুল- কলেজে ভর্তি হোক বা দুরপাল্লার ট্রেনে টিকিট বুক, গ্যাসের ভর্তুকি থেকে মোবাইলের সিম সর্বক্ষেত্রেই আধার বাধ্যতামূলক। এছাড়াও সরকারি যে কোন সুযোগ সুবিধা পাওয়া জন্য আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত প্রয়োজনীয়। এককথায় আধার কার্ড ছাড়া কোন কাজ করা অসম্ভব। UIDAI অনেক আগেই প্রত্যেক ভারতবাসীর জন্য আধার নম্বর বাধ্যতামূলক করেছে।
সম্প্রতি এই আধার কার্ডের নথি হাতাতে প্রতারণার ছক চলছে। অনেক আধার ব্যবহারকারী আধার আপডেট (Aadhaar Update) করার জন্য ইমেল বা হোয়াটসঅ্যাপে বার্তা পাচ্ছেন। আপনিও এই বার্তাটি পেয়েছেন কি? যদি পেয়ে থাকেন তাহলে অবিলম্বে সতর্ক হন। কারন UIDAI এর তরফ থেকে এমন কোন বার্তা পাঠানো হচ্ছে না।
আধার কর্তৃপক্ষ জানিয়েছে কখনই আধার আপডেট (Aadhaar Update) করার জন্য UIDAI ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নথি চায় না।
আসলে এসব প্রতারকদের কাজ। তাই বিপদের আঁচ বুঝেই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সকলকে সতর্ক করছেন। UIDAI তার X হ্যান্ডেল থেকে টুইট করে দেশবাসীকে সতর্ক থাকার কথা জানিয়েছেন। আধার কর্তৃপক্ষ জানিয়েছে এই ফাঁদে কেউ ভুলেও পা দেবেন না, তাহলে আপনার সমস্যা বাড়বে।
আধার ১০ বছরের বেশি পুরনো হলে তা আপডেট (Aadhaar Update) করার জন্য UIDAI কর্তৃপক্ষ অনেকদিন ধরেই একটি প্রচার চালাচ্ছেন। যাদের আধারের বয়স ১০ বছরের বেশি তাদের পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণপত্র দিয়ে আধার আপডেট করতে হবে। গ্রাহকদের বিনামূল্যে আধার আপডেট (Aadhaar Update) করার সুবিধা রয়েছে। বিনামূল্যে আধার আপডেট পরিষেবাটি ১৪ জুন ২০২৩ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। মাই আধার (My Aadhaar) পোর্টালের মাধ্যমে আধার আপডেট করতে পারেন। আধার আপডেট (Aadhaar Update) করবেন কিভাবে দেখুন।
আধার আপডেট (Aadhaar Update) করবেন কীভাবে?
১) প্রথমেই https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে নিজের আধার নম্বরটি লিখতে হবে।
২) তারপরে ‘Proceed To Update Address’ অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) এর পরে রেজিস্টার্ড মোবাইলে একটি OTP আসবে যা সঠিক স্থানে লিখতে হবে।
৪) এরপর ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করলে বর্তমান ঠিকানাটি দেখা যাবে।
৫) ঠিকানাটি সঠিক হলে যাচাই করতে লিঙ্কে ক্লিক করতে হবে।
৬) এখান থেকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসের বিকল্পটি বেছে নিতে হবে।
৭) এরপরে ঠিকানা প্রমাণের জন্য স্ক্যান কপি আপলোড করতে হবে।
৮) তারপর সাবমিট অপশনে ক্লিক করলেই আধার আপডেটের (Aadhaar Update) অনুরোধ গৃহীত হয়ে যাবে। এরপর ১৪ সংখ্যার একটি আপডেট অনুরোধ নম্বর (URN) দেওয়া হবে।