UPSC Success Story – বাড়িতে ছিলোনা বিদ্যুৎ, পাননি অভাবে কোচিংয়ে পড়ার সুযোগ, অদম্য জেদে UPSC ক্র্যাক করে IAS হন অংশুমান

UPSC Success Story – সোশ্যাল মিডিয়া শুধুমাত্র গসিপ করার জায়গায় নয়, জীবনের অনেক শিক্ষাও পাওয়া যায়। জীবনের পথে নিজের মনোবল আরো সুদৃঢ় করার মত ঘটনারও সাক্ষী থাকি আমরা। এ সমস্তটাই সোশ্যাল মিডিয়ার দৌলতেই সম্ভব হয়েছে। কথায় আছে পরিশ্রমই হলো জীবনের সফলতার একমাত্র চাবিকাঠি, এর বিকল্প নেই। যে সমস্ত মানুষ নিজের জীবনে সফলতা লাভ করেছে তাদের প্রত্যেকেরই সফলতার পেছনে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকে আমরা তেমনই একটি জীবন কাহিনী সম্পর্কে জানব যা আমাদের এবং আমাদের সমাজের আরো পাঁচজনকে উদ্বুদ্ধ করবে। প্রায়শই আমরা যেখানে নিজের জীবনের ছোট ছোট সমস্যার কাছে হার মেনে যাই সেখানে এই কাহিনী আমাদের সাহস যোগাবে হার না মানার। আমরা আলোচনা করব আইএএস অফিসার অংশুমান রাজ সম্পর্কে তাঁর জীবনের কঠোর সংগ্রামের গল্প আমরা সকলের সামনে তুলে ধরব। যা শুনলে প্রত্যেকে আরও কিছুটা উদ্বুদ্ধ হবেন বলেই আশা রাখা যায়।

IAS Anshuman Raj -এর UPSC Success Story

বিহারের বক্সার জেলার একটি ছোট্ট গ্রামে অংশুমান রাজের জন্ম হয় তিনি দশম শ্রেণীর অব্দি তার পড়াশোনা করেন ওই গ্রামেরই জওহর নবোদয় বিদ্যালয় থেকে। পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায় তাঁদের বাড়িতে বিদ্যুৎ ছিল না তবু তিনি তাঁর অদম্য জেদে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। রাঁচির জওহর নবোদয় বিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পড়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, তবে তার জীবনের সব সময় স্বপ্ন ছিল ইউপিএসসি ক্র্যাক করা এবং একজন আইএএস অফিসার হওয়া।

আরও পড়ুন – UPSC Success Story- প্রথম চেষ্টায় UPSC-তে সফল! সিনেমার গল্পকে হার মানাবে IFS তমালির জীবন কাহিনী

আইএস অফিসার হওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন তার জন্য যে কোচিং প্রয়োজন তা তাঁর পক্ষে নেওয়া সম্ভব ছিল না। তবে তিনি তার নিজের মতো করে প্রস্তুতি নিয়ে চলেছিলেন। প্রথমবারের প্রচেষ্টায় তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইআরএস হন। যদিও আইআরএস হয় তিনি সন্তুষ্ট হতে পারেননি। তাই আবারও তিনি আইএএস অফিসার হওয়ার জন্য প্রস্তুতি শুরু করেন। পরপর দুবার ব্যর্থ হয়েও নিজেকে ভেঙে পড়তে দেননি। অদম্য জেদে নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন।

নিজের স্বপ্নকে সফল করতে পেরে অত্যন্ত খুশি আইএস অফিসার অংশুমান রাজ। তিনি মনে করেন কোন কোচিং না নিয়েও যথাযথভাবে মনসংযোগ করে যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ইউপিএসসি পরীক্ষার সফলভাবে উত্তীর্ণ হওয়া সম্ভব। সীমিত সম্পদ দিয়েও ইউপিএসসি পরীক্ষার সঠিক ভাবে প্রস্তুতি নেয়া সম্ভব।

আরও পড়ুন – UPSC success stories: গ্রামের প্রথম মহিলা যিনি পড়াশোনা জন্য গ্রামের গণ্ডি পেরিয়েছিলেন, কথা বলছি IAS অফিসার সুরভী গৌতমের