সরকারী চাকরি খুঁজছেন? এমনিতেই চাকরির বাজারে ভাটা পড়েছে। বেকার যুবক-যুবতীদের সংখ্যাও বাড়ছে দিনের পর দিন। এমত অবস্থায় যদি সরকারি চাকরির হদিস পান, তাও আবার আকর্ষণীয় বেতনের সঙ্গে, কী করবেন তখন? সঙ্গে সঙ্গে আবেদন করে ফেলুন। রাজ্যের একটি সরকারি স্কুল সেই সুযোগই দিচ্ছে বেকারদের। কীভাবে আবেদন করবেন? কী যোগ্যতা লাগবে? কত টাকা বেতন? সমস্ত তথ্য বিস্তারিত ভাবে দেওয়া হল।
কোন কোন পদে নিয়োগ ?
মোট তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে। Music Teacher Group–B, Accountant Group–C এবং Principal group–A এই তিন পদে নিয়োগ করা হবে। যোগ্যতা ও বেতন
প্রিন্সিপাল গ্রুপ A
এই পদের জন্য সর্বোচ্চ 45 বছর বয়সীরা আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। এই পদের জন্য বেতন ধার্য করা হয়েছে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত।
মিউজিক টিচার গ্রুপ B
এই পদের আবেদন করতে হলে প্রার্থীদের সর্বোচ্চ ৩৯ বছর বয়স হতে হবে। আর এই পদের জন্য মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। তবে যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভোকাল মিউজিকে ডিপ্লোমা, ডিগ্রি কিংবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে। লেভেল-৯ অনুযায়ী এই পদে কর্মরত চাকরি প্রার্থীরা প্রতি মাসে বেতন পাবেন ২৮ হাজার ৯০০ টাকা থেকে ৭৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
অ্যাকাউন্টেন্ট গ্রুপ C
এই পদে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। তবে অ্যাকাউন্টেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে। লেভেল-৬ অনুযায়ী বেতন দেওয়া হবে 22 হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
আবেদন করার পদ্ধতি
মনে রাখবেন, এই তিন পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে। অনলাইনে আপলোড করা যাবে না। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের ফরম পূরণ করে তা পাঠিয়ে দিতে হবে, SDO Bidhan Nagar Administrative Building, DJ-4, Sector-II, 1st Floor, Saltlake, Kolkata 700091 এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৩১ শে মার্চ ২০২৪।
Official Notification PDF– Download
Official Website – north24parganas.gov.in