WB Water Department Recruitment- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। ফের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেল রাজ্যে। এই নিয়োগ পশ্চিমবঙ্গের জল দপ্তরের। নতুন কর্মসূচিতে সুযোগ পেতে পারেন রাজ্যের যে কোনো যুবক-যুবতী। তেইশটি জেলার উপযুক্ত চাকরিপ্রার্থীদের জন্য খোলা রইল নিয়োগ দরজা। নয়া নিয়োগের আবেদন যোগ্যতা কী? কোন কোন যোগ্যতা রয়েছে শর্তরূপে? কবে পর্যন্ত চলবে এর আবেদন প্রক্রিয়া? আসুন একনজরে দেখে নেওয়া যাক বিস্তারিত।
WB Water Department Recruitment 2024 Details
Advertisement No. | ———— |
নিয়োগকারী সংস্থা | Office Of The Project Officer & Ex-Office Join Director Of Agriculture |
মোট শূন্যপদ | Official Notification দেখুন |
আবেদনের শেষ তারিখ | 06.03.2024 |
অতি সম্প্রতি রাজ্য সরকারের গ্রামীণ জল দপ্তরের তরফে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বা WB Water Department Recruitment Notification প্রকাশ হয়েছে। রাজ্যের গ্রামে গ্রামে যে সমস্ত জল দপ্তর রয়েছে, সেখানে কর্মী নিয়োগ হবে। এই মর্মে বিজ্ঞপ্তি এসেছে রাজ্য সরকার সূত্রে। আবেদনরত প্রার্থীদের কী কী যোগ্যতা লাগবে? নিম্নে বলা রইল খুঁটিনাটি তথ্যগুলি।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা রাজ্যের গ্রামীণ জল দপ্তরের নিয়োগ (Gramin Water Department Recruitment) প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন।নোটিফিকেশনে বলা হয়েছে, নিয়োগে আবেদনরত প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হতে হবে যেখানে একটি বিষয় হিসেবে থাকতে হবে রসায়ন।
বয়সসীমা ও বেতন
বয়সসীমাঃ যে সকল ইচ্ছুক প্রার্থীরা গ্রামীণ জল দপ্তরের চলতি নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই এই নিয়োগের বয়সসীমা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাঁদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে।
বেতনঃ যাঁরা সংশ্লিষ্ট Water Department Recruitment যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। বেতন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশনে।
আবেদন জানাবেন কিভাবে?
- ১) প্রথম ধাপ: জল দপ্তরের নিয়োগে (Water Department Vacancy) আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- ২) দ্বিতীয় ধাপ: এরপর আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে।
- ৩) তৃতীয় ধাপ: আবেদনপত্র ফিল আপ হলে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করুন, ফটো ও সাক্ষর করুন।
- ৪) চতুর্থ ধাপ: তারপর পূরণ হওয়া আবেদনপত্রটি ডকুমেন্টের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনের সময়সীমা
এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জমা দেওয়া যাবে আগামী ৬ মার্চ ২০২৪ পর্যন্ত। এর পর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। তাই সময়সীমা মেনে সমস্ত প্রার্থী নিজেদের অ্যাপ্লিকেশন জমা করুন।
আবেদনের বিজ্ঞপ্তি – Download
Official Website – https://nadia.gov.in/