Home » Education » WBJEE Admit Card 2024 – জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল

WBJEE Admit Card 2024 – জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল

WBJEE Admit Card 2024 – গত ১৮ই এপ্রিল প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের (WBJEE 2024) অ্যাডমিট কার্ড। কবে হবে পরীক্ষা? কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাডমিট কার্ড? অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কী কী প্রয়োজন? কতদিন পর্যন্ত ডাউনলোড করা যাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড (WBJEE Admit Card)? সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কীভাবে করবেন WBJEE Admit Download?

WBJEE Admit Download করার জন্য পড়ুয়াদের এই ধাপগুলি মেনে চলতে হবে। দেখে নিন একনজরে
‌1) প্রথমে WBJEE-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
‌2) এরপর WBJEE 2024 ট্যাবটি খুলতে হবে।
‌3) তারপর WBJEE Admit Card Download লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
‌4) এবার অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে।
‌5)সবশেষে পেয়ে যাবেন আপনার অ্যাডমিট কার্ড। Download অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে হবে।

আরও পড়ুন – UPSC Success Story – বাড়িতে ছিলোনা বিদ্যুৎ, পাননি অভাবে কোচিংয়ে পড়ার সুযোগ, অদম্য জেদে UPSC ক্র্যাক করে IAS হন অংশুমান

এই অ্যাডমিট কার্ড (WBJEE Admit Card 2024) ডাউনলোডের সুবিধা চালু থাকবে পরীক্ষার দিন দুপুর ২টা পর্যন্ত। Admit Card ডাউনলোড করার পর সমস্ত তথ্য যথাযথভাবে মিলিয়ে দেখে নিতে হবে। কোনো ভুল থাকলে তৎক্ষণাৎ পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষকে জানাতে হবে এবং সেই ভুল সংশোধনের ব্যবস্থা নিতে হবে। কার্ডে উপস্থিত পরীক্ষার ড্রেস কোড, অনুমোদিত এবং নিষিদ্ধ বস্তু, প্রয়োজনীয় নথি এবং রিপোর্টিংয়ের সময় সহ পরীক্ষার দিনের নির্দেশিকা খুব ভালো করে পড়তে হবে।

কবে অনুষ্ঠিত হবে WBJEE 2024 Examination?

আগামী ২৮শে এপ্রিল ২০২৪-এ অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। WBJEE পরীক্ষাটি মোট দুটি শিফটে হবে। যথা —
‌প্রথম পত্র – গণিত – সকাল ১১টা থেকে দুপুর ১টা।
‌দ্বিতীয় পত্র – পদার্থ বিদ্যা ও রসায়ন বিদ্যা – দুপুর ২টা থেকে বিকেল ৪টে।

আরও পড়ুন – Summer Vacation – গরমে কবে থেকে বন্ধ থাকছে স্কুল? গরমে একটানা বন্ধ থাকছে স্কুল এতদিন।

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.