Airtel-Jio-Vi এর এই সব প্ল্যানে বিনামূল্যে Netflix এবং Amazon Prime সাবস্ক্রিপশন পাবেন

Advertisement

নেটফ্লিক্স, ডিজনি+ হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিও এই ধরনের ওটিটি প্ল্যাটফর্গুলির মাসিক সাবস্ক্রিপশন এখন খুব ব্যয়বহুল।কিন্তু অনেক টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের সাথে বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন দিচ্ছে।যেমন Jio,Airtel এবং Vi এই তিনটি টেলিকম কোম্পানি 500 টাকার কমে পোস্টপেইড প্ল্যান অফার করে।এই তিনটি টেলিকম কোম্পানি তাদের পোস্টপেইড প্ল্যান কি কি সুবিধা অফার করে দেখে নিনঃ-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১)Airtel এর ৪৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানঃ-

Advertisement

Airtel এর 499 টাকার মাসিক প্ল্যানে, আপনি 75GB ডেটা পাবেন।এতে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা রয়েছে।এছাড়াও ১ বছরের জন্য পাওয়া যাবে Amazon Prime এবং Disney + Hotstar এর সাথে উইক মিউজিক, ফ্রি হ্যালোটিউনস এবং এয়ারটেল সিকিউর-এর মতো সাবস্ক্রিপশন।

Advertisement

২)Vodafone Idea এর ৪৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানঃ-

Vodafone-idea-র এই প্ল্যানে প্রায় প্রতি মাসে 75 জিবি ডেটা পাওয়া যাবে।সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা রয়েছে।এছাড়াও 1 বছরের জন্য Amazon Prime এবং Disney + Hotstar এর সাথে হাঙ্গামা 2 মিউজিক (6 মাস) এবং Vi movies and TV র সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

৩)Reliance Jio এর ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানঃ-

Airtel এবং Vi এর প্ল্যানের মতই রিলায়েন্স জিও 399-এর পোস্টপেইড প্ল্যান অফার করে।এতে আপনি এক মাসের জন্য 75 জিবি ডেটা পাবেন।প্রতিদিন আনলিমিটেড কলিং এবং 100 এসএমএস পাবেন। বিশেষ বিষয় হল Amazon Prime, Disney+ Hotstar 9 Jio অ্যাপের সাবস্ক্রিপশন ছাড়াও বিনামূল্যে পাওয়া যাবে Netflix সাবস্ক্রিপশন।

Advertisement