8th pass Job: অষ্টম শ্রেণী পাশে মাটিগাড়া চিলড্রেন হোম ফর গার্লসে কর্মী নিয়োগ

8th pass Job: জেলায় দপ্তরে মাটিগাড়া চিলড্রেন হোম ফর গার্লসে ভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা অষ্টম শ্রেণীর,মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যোগ্যতার চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। আসুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সুখবর তথ্যটি জেনে নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th pass Job West Bengal

১) অফিসার ইনচার্জ

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ শিশু উন্নয়ন/ মানবাধিকার জনপ্রশাসন/ মনোবিজ্ঞান/ মনোরোগবিদ্যা/ আইন/ জনস্বাস্থ্য/ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে গ্যাজুয়েশন করতে হবে। এবং সরকারি অথবা বেসরকারি দপ্তরে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 27 বছর থেকে সর্বোচ্চ 42 বছর বয়সের মধ্যে হতে হবিম
শূন্যপদ : এই পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 33100 টাকা বেতন দেওয়া হবে।

আরও চাকরির খবর- শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিক অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ

২) কাউন্সিলর

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ শিশু উন্নয়ন/ মানবাধিকার জনপ্রশাসন/ মনোবিজ্ঞান/ মনোরোগবিদ্যা/ আইন/ জনস্বাস্থ্য/ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে গ্যাজুয়েশন করতে হবে। এবং সরকারি অথবা বেসরকারি দপ্তরে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 24 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে থাকতে হবে।
শূন্যপদ : এই পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 23170 টাকা বেতন দেওয়া হবে।

আরও চাকরির খবর – রাজ্যে ICDS সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

৩) ক্যাস ওয়ার্কার

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ শিশু উন্নয়ন/ মানবাধিকার জনপ্রশাসন/ মনোবিজ্ঞান/ মনোরোগবিদ্যা/ আইন/ জনস্বাস্থ্য/ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে গ্যাজুয়েশন করতে হবে। এবং সরকারি অথবা বেসরকারি দপ্তরে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ : এই পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 23170 টাকা বেতন দেওয়া হবে।

আরও চাকরির খবর – উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীরে কর্মী নিয়োগ

৪) হাউস ফাদার/ মাদার

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে এবং চাইল্ড কেয়ার প্রোগ্রাম/প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ : হাউস ফাদার/ মাদার পদে মোট 2টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 14564 টাকা বেতন দেওয়া হবে।

৫) স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ শিশু উন্নয়ন/ মানবাধিকার জনপ্রশাসন/ মনোবিজ্ঞান/ মনোরোগবিদ্যা/ আইন/ জনস্বাস্থ্য/ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে গ্যাজুয়েশন করতে হবে। এবং সরকারি অথবা বেসরকারি দপ্তরে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ : এই পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 18536 টাকা বেতন দেওয়া হবে।

আরও চাকরির খবর-ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ উচ্চমাধ্যমিক পাশে

৬) প্যারামেডিকেল স্টাফ

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস সহ নার্সিং/ফার্মেসিতে ডিপ্লোমা অর্জন করতে হবে। এবং 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ : এই পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 12000 টাকা বেতন দেওয়া হবে।

৭) রাঁধুনী

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং অষ্টম শ্রেণী পাস (8th pass Job) যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এবং যোগ্যতা সহ 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ : এই পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 12000 টাকা বেতন দেওয়া হবে।

৮) হেলপার কাম নাইট ওয়াচম্যান

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং অষ্টম শ্রেণী পাস (8th pass Job) যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এবং যোগ্যতা সহ 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ : এই পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 12000 টাকা বেতন দেওয়া হবে।

আরও চাকরির খবর- BSNL দপ্তরে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে

৯) হাউস কিপার

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং অষ্টম শ্রেণী পাস (8th pass Job) যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এবং যোগ্যতা সহ 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ : এই পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 12000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন করার পদ্ধতি

এই পদে আবেদন প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের https://darjeeling.gov.in/bn/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন সংক্রান্ত জানতে নিচের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

এই পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের নিচের ডকুমেন্টগুলো থাকতে হবে।

  1. যোগ্যতার নথিপত্র হিসেবে মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সার্টিফিকেট ইত্যাদি।
  2. জন্মের নথিপত্র
  3. আইডেন্টি প্রুফ হিসেবে ( আধার কার্ড /ভোটার কার্ড/রেশন কার্ড) ইত্যাদি।
  4. অভিজ্ঞতার প্রমাণপত্র
  5. কম্পিউটার কোর্সের সার্টিফিকেট

নিয়োগ প্রক্রিয়া : হেলপার কাম নাইট ওয়াচম্যান, রাঁধুনী,প্যারামেডিকেল স্টাফ,হাউস কিপার এই পদগুলিতে প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে ‌। বাকি পদগুলিতে 80 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের কম্পিউটার পরীক্ষা ও 10 নম্বরের Viva Voce নেওয়া হবে। এইসব মাধ্যমে প্রার্থীদের পদগুলিতে নিযুক্ত করা হবে।

আবেদনের শেষ তারিখ : 05/02/2024 তারিখ পর্যন্ত উপরের পদগুলিতে প্রার্থীরা আবেদন করতে পারবে। 12/01/2024 তারিখ থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাসিক 19,900 টাকা বেতন মিলবে

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক

আবেদনের শেষ তারিখ০৫-০২-২০২৪
অফিসিয়াল নোটিশ (PDF Download)Click Here
আবেদন লিঙ্ক (Online Apply Link)Click Here
অফিশিয়াল ওয়েবসাইটwww.darjeeling.gov.in

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.