Fixed Deposit – এবার থেকে ফিক্সড ডিপোজিটে মিলবে ৯.২৬% হারে সুদ।

ফিক্সড ডিপোজিটে বা Fixed Deposit মিলবে বেশি সুদ এই ব্যাঙ্কে।

পূর্বে সূর্যোদয় স্মল ফিনা ব্যাংক(Suryadoy Small Fina Bank)-এ স্থায়ী আমানতের ওপর ১.৭৬শতাংশ হারে নিয়মিত সুদ (Fixed Deposit ) প্রদান করা হত। কিন্তু, ২০২২ সালের ৬ই ডিসেম্বর থেকে তা ০.৫০ শতাংশ হারে বাড়ানো হয়েছে। এই ব্যাংকটি ১৫দিনের মেয়াদ সহ ৫ বছরের একটি F.D.(Fixed Deposit) চালু করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই FD-তে (Fixed Deposit ) প্রবীণ নাগরিক (Senior Citizen)-দের ৯.২৬ শতাংশ এবং সাধারণ নাগরিকদের ৯.০১ শতাংশ হারে সুদ প্রদান করছে। তবে এই ব্যাংকে FD-তে (Fixed Deposit ) সুদের হার অন্যান্য ব্যাংকের তুলনায় কিছুটা কম।

Govt Scheme – আপনিও কি পেতে চান ২ লক্ষ টাকা? SBI-এ এসে আজই নাম লেখান এই প্রকল্পে।

পাশাপাশি, Unity Small Finance Bank মূলত ১৮১ ও ৫০১ দিনের মেয়াদ সহ ২টি নির্দিষ্ট FD-তে প্রবীণ ও সাধারণ নাগরিকদের যথাক্রমে ৯.০০ শতাংশ ও ৮.৫০ শতাংশ হারে নিয়মিত সুদ প্রদান করে থাকে। তথ্য অনুযায়ী,২০২২ সালের ২১শে নভেম্বর এই ব্যাংকের সুদের হার পরিবর্তন করা হয়েছিল।

সাধারণত, ব্যাংকের রেপো রেট বাড়লে বিভিন্ন ব্যাংক তাদের ঋণ ও আমানত পণ্যের ওপর সুদের হার বাড়িয়ে থাকে। ২০১৮ সালের অগাস্ট মাসে RBI-এর Policy Repo Rate ছিল ৬.২৫ শতাংশ,যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ডিসেম্বর মাসে RBI-এর Repo Rate ছিল ৩৫ Basis Point. পাশাপাশি অনুমান করা যাচ্ছে ২০২৩ সাল অবধি তা ২২৫ Basis Point পর্যন্ত বাড়তে পারে।

Awas Yojana 2022 list – আবাস যোজনায় লিস্টে নাম না এলে, এই কাজটি করতে পারেন! কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা।

এছাড়া, মে থেকে সেপ্টেম্বর অবধি ৫ মাসের সর্বোচ্চ রেপো রেট ছিল ৭.৪১ শতাংশ। কিন্তু,RBI তা ৫.৯০ শতাংশ হিসেবে দাবি করে। ২০২২ সালের অক্টোবর মাসে ভারতের মূল্যস্ফীতি ৬.৭৭ শতাংশে নেমে আসে। তাছাড়া চলতি আর্থিক বছরের জন্য মূল্যস্ফীতির হারকে ৬.৭০ শতাংশ পর্যন্ত ধরে রাখা হয়েছে।এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

সকালের বার্তার নিউজ সবার আগে পেতে Follow করুন সকালের বার্তার গুগল নিউজ, সকালের বার্তা ফেসবুক পেজ, সকালের বার্তা টেলিগ্রাম গ্রুপ ও WhatsApp Group.

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Leave a Comment

sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.