Gram Panchayat Job Vacancy 2024- পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই কর্মী নিয়োগ হবে বলে খবর। সর্বমোট ৬৬৫২টি শূন্যপদে প্রার্থী নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট নামক পোর্টাল মারফত আবেদন জানাতে পারবেন। কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে, গোটা আবেদন প্রক্রিয়াটি আলোচনা করা হলো স্টেপ বাই স্টেপ। আগ্রহী প্রার্থীরা অবশ্যই নিম্নলিখিত স্টেপ অনুসরণ করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
গ্রাম পঞ্চায়েতের নিয়োগ (Gram Panchayat Job Vacancy) প্রক্রিয়ার রেজিস্ট্রেশন করবেন কিভাবে?
১) রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আপনাকে ভিজিট করতে হবে রাজ্যের অফিসিয়াল পোর্টাল (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট)-এ।
২) অফিসিয়াল পোর্টালে ভিজিট করে নিজের বৈধ তো ফোন নম্বর ও রেজিস্ট্রেশন আইডিটি লিখুন।
৩) এরপর নির্বাচন করে নিন নাম, জন্ম তারিখ ও জেন্ডার। তারপর একটি পাসওয়ার্ড তৈরি করে নিন।
৪) পাসওয়ার্ড তৈরি করার পর একটা ক্যাপচা দেখতে পাবেন স্ক্রিনে। সেটি পূরণ করে একটি ওটিপি সেন্ড করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপিটি দিয়ে ভেরিফাই করে নিন নিজের আইডিটি।
আরও পড়ুন – Municipal Recruitment: রাজ্যের পৌরসভায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। জেনেনিন আবেদন করবেন কিভাবে
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ প্রক্রিয়ায় লগ ইন করবেন কিভাবে?
১) প্রথমে আপনাকে তৈরি করে নিতে হবে একটি অফিশিয়াল আইডি। সেখানে মোবাইল নম্বর এবং
পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে।
২) প্রার্থীরা রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ড বানিয়েছিলেন সেটা এখানে উল্লেখ করুন। এরপর ক্যাপচা কোডটি লিখে লগ ইন অপশনে ক্লিক করলে স্ক্রিনে দেখতে পাবেন যে, ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে।
গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে আবেদন জানাবেন কিভাবে?
১) উপরোক্ত পদ্ধতি মেনে প্রথমে আপনাকে ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তারপর ক্লিক করুন ‘অ্যাপ্লাই নাও’ (Apply Now) অপশনে।
২) ‘অ্যাপ্লাই নাও’ অপশনে ক্লিক করার পর আপনি আবেদনপত্র পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করে নিন। প্রত্যেকটি অপশন পূর্ণ করার পর রং সবুজ হয়ে যাবে।
৩) এরপর ক্লিক করুন ‘Confirm’ ও ‘Save’ অপশনে। এরপর আপনি দেখতে পাবেন একটি চেকবক্স ডিক্লিয়ারেশন বলে।
৪) এরপর অ্যাপ্লিকেশন প্রিভিউ ও সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে।
৫) এর পরের ধাপে স্ক্রিনে প্রদর্শিত ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে নিজের আবেদনপত্রের একটি কপি জমা দিয়ে দিন।
আবেদনের রেজিস্ট্রেশন website – Click