SBI ATM Franchise দিচ্ছে বাড়িতে বসে প্রতি মাসে ৬০,০০০ টাকা আয় করার সুযোগ, জানুন বিস্তারিত।

Advertisement

SBI ATM Franchise – এই মুহূর্তে চাকরির যা পরিস্থিতি তাতে চাকরিপ্রার্থীদের চাকরির সুযোগ একেবারেই কম। তাই এখন অনেকেই ছোটখাটো দোকান বা ব্যবসা (Business) করার দিকে ঝুঁকছেন। বর্তমানে বহু মানুষ ব্যবসার প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং নিজেদের স্বল্প পুঁজিকে সম্বল করেই তারা ব্যবসার পথে এগোচ্ছেন। ব্যবসা ভাল চললে প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা উপার্জনও করা সম্ভব। আপনি ব্যবসা শুরু করার কথা ভাবছেন কি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Advertisement

তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন সুখবর। কোন চিন্তা ছাড়াই এবার আপনি সরকারি চাকরির মত টাকা রোজগার করতে পারবেন। প্রতি মাসে মোটা টাকা রোজগার করে আপনার পরিবারের সমস্ত প্রয়োজনকে পূরণও করতে পারবেন। SBI প্রতিমাসে এই মোটা টাকা রোজগার করার সুযোগ করে দিচ্ছে। SBI ATM Franchise নিলে আপনি মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারবেন।

Advertisement

আরও পড়ুন – PMMVY – এই প্রকল্পে এবার দেশের সমস্ত মহিলারা পাবেন বছরে 5000 টাকা !

SBI সারা দেশ জুড়ে তার গ্রাহকদের সঠিক পরিষেবা দিতে এবং গ্রাহকদের সুবিধার্থে SBI ATM Franchise ছড়িয়ে দিচ্ছে। যেটির প্রত্যক্ষ সুবিধা আপনিও পেতে পারেন। অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিরাট রোজগারের সুযোগ আপনার কাছে রয়েছে। তবে এক্ষেত্রে SBI নিজে ATM ব্যাঙ্ক ইন্সটল করে না। বরং ব্যাঙ্ক কিছু বেসরকারি সংস্থা নিয়োগ করে। মূলত Indicash, Muthoot ATM 4 India One ATM-এর মত সংস্থাগুলি এই কাজ করে।

SBI ATM Franchise নেওয়ার শর্ত গুলি কি কি চলুন জেনে নেওয়া যাক।

১) এটিএম-এর জন্য বাণিজ্যিক স্থান ৫০ থেকে ৮০ বর্গফুট হওয়া উচিত।
২) এটিএম সুরক্ষার জন্য একটি শক্ত কংক্রিটের ছাদ থাকা প্রয়োজন।
৩) এটিএম অবস্থান থেকে ১০০ মিটারের মধ্যে অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থাকলে হবে না।
৪) SBI-এর ATM ফ্র্যাঞ্চাইজির জন্য প্রায় ৫ লাখের বিনিয়োগ করতে হবে। এর মধ্যে SBI দ্বারা সংরক্ষিত ফেরতযোগ্য ২ লক্ষ টাকা আর বাকি ৩ লক্ষ কার্যকরী মূলধন।
৫) চুক্তি শেষ হওয়ার আগে কোনও কারণে এটিএম চালানো বন্ধ করার সিদ্ধান্ত নিলে SBI শুধুমাত্র ১ লাখ টাকা ফেরত দেবে।
৬) আবেদনকারীকে প্রতিদিন কমপক্ষে ৩০০ বা তার বেশি লেনদেনের গ্যারান্টি দিতে হবে।
৭) এছাড়াও জায়গাটি যাতে সহজেই সকলের চোখে পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
৮) ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। ন্যূনতম ১KW বিদ্যুৎ সংযোগ আবশ্যিক।
৯) V-SAT ইনস্টলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নো-অবজেকশন শংসাপত্র থাকা বাধ্যতামূলক।

SBI-এর SBI ATM Franchise কিভাবে নেবেন?

State Bank of India-র দেশে Tata Indicash, Muthoot ATM 9 India One ATM-এর সঙ্গে ATM বসানোর চুক্তি রয়েছে। তাই আপনি যদি SBI-এর SBI ATM Franchise নিতে চান, তাহলে এই কোম্পানিগুলির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। SBI-এর ATM Franchise-এর জন্য কী কী নথি প্রয়োজন নিচে দেওয়া হল।
১) আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড।
২) ঠিকানার প্রমাণ হিসাবে রেশন কার্ড এবং বিদ্যুতের বিল।
৩) ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং পাসবুক।
৪) ছবি, ইমেল আইডি এবং ফোন নম্বর।
৫) GST নম্বর।
৬) আর্থিক নথিপত্র।

এটিএম ইনস্টল (SBI ATM Franchise) হওয়ার পরে গ্রাহকেরা তা ব্যবহার করা শুরু করলেই তখন আপনি আয় করতে পারবেন। প্রতি লেনদেনের ক্ষেত্রে ৮ টাকা এবং অন্য লেনদেন যেমন ব্যালেন্স চেক এবং ফান্ড ট্রান্সফার পিছু আপনি ২ টাকা করে পাবেন। এভাবে বাড়িতে বসে প্রতি মাসে ৬০,০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন।

আপনি যদি এসবিআই এটিএম ইনস্টল (SBI ATM Franchise) করে আয় করতে চান, তাহলে করতে পারেন। তবে ভুয়ো ওয়েবসাইট থেকে সাবধান। কারণ ইদানীং বহু ভুয়ো ওয়েবসাইট বেরিয়ে গিয়েছে যার মাধ্যমে নাগরিকরা প্রতারণার শিকার হচ্ছেন। তাই এ বিষয়ে সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করবেন।

আরও পড়ুন – 2000 Notes Withdrawn – নোট বন্দীর ইতিহাসকে উসকে দিয়ে বন্ধ হচ্ছে ২০০০ টাকার নোট !

Advertisement
About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.