SBI CSP – বর্তমান অনেকেই উচ্চশিক্ষিত হওয়া সত্বেও বেকার থাকতে বাধ্য হচ্ছেন। কারন এখন ছোটখাট একটা চাকরি জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয়। তাই রোজগারের আশায় হন্যে হয়ে ঘুরছেন হাজারো শিক্ষিত বেকার। কাজের অভাব থাকায় বহু মানুষ বেকার বসে রয়েছেন। চাকরি জোগাড় করতে না পেরে অনেকেই ছোটখাটো ব্যবসা শুরু করছেন। এখন প্রযুক্তির উন্নতির ফলে বাড়ি বসেই রোজগার করার বিভিন্ন রাস্তা আছে।
অনলাইনে রোজগারের (Make Money Online) বিভিন্ন উপায় রয়েছে। কিন্তু অনেকেই আবার ভেবে পান না বাড়িতে বসে কী ব্যবসা করবেন? এই নিয়েই যদি আপনি ভেবে থাকেন অথবা আপনিও নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার ভাবনা চিন্তা করার দিন শেষ। কারন SBI (State Bank of India) ব্যাঙ্ক এবার সাধারণ মানুষের উদ্দেশ্যে ব্যবসা শুরু করার জন্য একটি দুর্দান্ত সুযোগ প্রদান করছে। SBI এর এই ব্যবসা শুরু করে প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা উপার্জন করা সম্ভব। তবে কি ভাবে শুরু করবেন এই ব্যবসা চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
SBI এর এই দুর্দান্ত সুযোগ কি?
আমরা অনেকে শুনেছি SBI CSP এর কথা। হ্যাঁ এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক পরিষেবা কেন্দ্র (SBI CSP) চালু করে আপনি বাড়িতে বসেই ভালো উপার্জন করতে পারেন। এই গ্রাহক পরিষেবা কেন্দ্র সাধারণ গ্রাহকদের বিভিন্ন ব্যাঙ্কিং সুবিধা প্রদান করে। যেখানে গ্রাহকেরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ব্যাঙ্ক সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় কাজগুলিও করতে পারেন।
গ্রাহক পরিষেবা (SBI CSP) কেন্দ্র আসলে কি ?
ব্যাঙ্কিং সংক্রান্ত কাজগুলি সম্পূর্ণ করা হয় গ্রাহক পরিষেবা কেন্দ্রে (CSP) । মূলত এটি হল একটি ফ্র্যাঞ্চাইজি (Franchising)। এই গ্রাহক সেবা কেন্দ্র একটি মিনি ব্যাঙ্কের মতো কাজ করে, যেখানে গ্রাহকদের প্রতিটি প্রয়োজনকে পূরণের চেষ্টাও করা হয়। এই গ্রাহক পরিষেবা কেন্দ্রে গ্রাহকেরা টাকা জমা করা থেকে টাকা ট্রান্সফার পর্যন্ত সমস্ত কিছু করতে পারেন। তাই আর দেরি না করে খুলে ফেলুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক পরিষেবা কেন্দ্র (SBI CSP)।
আরও পড়ুন – PAN Card – প্যান কার্ড জরুরি বার্তা ! নতুন করে করতে হবে এই কাজ। আয়কর দফতর কী বলছে জানুন।
SBI CSP খোলার জন্য আবেদন করবেন কীভাবে ?
- ১) SBI CSP কেন্দ্র শুরু করার জন্য রিজিওনাল বিজনেস অফিসে অর্থাৎ আরবিও-তে যেতে হবে।
- ২) ওই অফিসে গ্রাহক পরিষেবা কেন্দ্রের জন্য আবেদন করার পরে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
- ৩) যা যাচাই করার পরে SBI CSP খোলার অনুমতি দেওয়া হয়।
- ৪) এরপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিকটতম শাখায় যেতে হবে। সেখানে ব্যাঙ্কের সমস্ত রকম প্রশিক্ষণ দেওয়া হবে।
- ৫) প্রশিক্ষণ শেষ করার পরে আপনার এলাকায় একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলতে পারেন। এর জন্য আপনাকে ব্যাঙ্ক নির্দিষ্ট কমিশনও দেবে।
আপনি যে এলাকায় থাকেন সেখানে যদি SBI-এর ব্যাঙ্কের SBI CSP না থাকে, সেক্ষেত্রে আপনি সেই এলাকায় একটি গ্রাহক সেবা কেন্দ্র খুলতে পারেন। এর জন্য আপনাকে সরাসরি ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে হবে। এরপরে ব্যাঙ্ক কর্মীরা আপনার নথিগুলি পরীক্ষা করবেন। তারপর আপনাকে গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলার অনুমতিও দেওয়া হবে। তাহলে আর দেরি কেন SBI CSP কেন্দ্র খুলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি মিনি ব্যাঙ্ক হিসাবে কাজ শুরু করে দিন।
আরও পড়ুন – UPI Payment Pay Later – UPI-এর নতুন সুবিধা, টাকা না থাকলেও হবে পেমেন্ট, কীভাবে বিস্তারিত জানুন।